Advertisement
E-Paper

প্রথম ‘ট্রিলিয়নিয়র’ শব্দের জন্ম দিতে চলেছেন বিল গেটস!

বিশ্বের ধনীতম ব্যক্তির গদিটা বেশ কিছু বছর ধরেই তাঁর দখলে। এ বার পৃথিবীতে নতুন শব্দেরও জন্ম দিয়ে ফেললেন বিল গেটস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১২:১৮

বিশ্বের ধনীতম ব্যক্তির গদিটা বেশ কিছু বছর ধরেই তাঁর দখলে। এ বার পৃথিবীতে নতুন শব্দেরও জন্ম দিয়ে ফেললেন বিল গেটস।

‘মিলিয়নিওর’-এর চৌকাঠ ডিঙিয়ে এত দিন মানুষের অর্থ ভাণ্ডার ‘বিলিয়নিয়র’ অবধি এসে আটকে গিয়েছিল। এ বার বিল গেটসের হাত ধরে এগনো গেল আরও একটা ধাপ। বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়র’ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ৬১ বছরের গেটস।

তবে সত্যি সত্যি সেই দরজাটা কবে পার হবেন গেটস? সম্প্রতি রিসার্চ ফার্ম ‘অক্সফাম’ এই বিষয়ে একটি সমীক্ষা চালায়। তাতে দেখা গিয়েছে, ২৫ বছর পর বিল গেটস-ই হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়র। ২০০৯ সালের সমীক্ষা বলছে, পৃথিবীতে বিলিয়নিয়রের সংখ্যা ৭৯৩। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ২.৪ ট্রিলিয়ন বা ২৪০০০০ কোটি ডলার। ২০১৬-তে এই পরিমাণটা বেড়ে হয়েছে ৫ ট্রিলিয়ন বা ৫০০০০০ কোটি ডলার। অর্থাৎ প্রতি বছর ১১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে লাভের অঙ্ক। অন্য দিকে, ২০০৬ সালে মাইক্রোসফ্ট ছাড়ার সময় বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা ৫০০০ কোটি ডলার। ২০১৬-র শেষে সেই সম্পত্তি গিয়ে দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন বা ৭৫০০ কোটি ডলারের কোঠায়।

আরও পড়ুন: মোবাইল ওয়ালেট বিএসএনএলের

‘অক্সফাম’ জানাচ্ছে, এই হারে এগোতে থাকলে ২৫ বছরের মধ্যে ট্রিলিয়নিয়রের তকমাটি নিজের পকেটে পুরবেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা। সুতরাং এ কথা বলাই যায়, ৮৬তম জন্মদিনটা বিল গেটস-এর কাছে ‘স্পেশ্যাল’ হবেই।

Trillionaire Bill Gates Oxfam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy