বড়-মাঝারি শিল্পের পাশাপাশি ছোট ও ক্ষুদ্র শিল্পেও যাতে পণ্যের মান বজায় থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হল সংশ্লিষ্ট নিয়ন্ত্রক বিআইএস (ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড)। পাশাপাশি, পরিকাঠামোর ক্ষেত্রেও মান উন্নত করায় নজর দিতে প্রশিক্ষণ চালু করেছে তারা। বিআইএস-এর আঞ্চলিক ডিরেক্টর সব্যসাচী ধর বলেন, ‘‘ভারত উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। তাই পণ্যের মানও উন্নত হওয়া জরুরি। এ জন্য ছোট শিল্পের জন্য প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। বিদ্যুৎ, নির্মাণ-সহ বিভিন্ন ক্ষেত্রের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’’
সূত্রের দাবি, ৭৭৮টি পণ্যের উৎপাদক সংস্থাগুলিকে বিআইএস-এ নথিভুক্ত হতে হয়। তাদের পণ্যে আইএসআই-এর (নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী মান যথার্থ হলে বিএসআই যে সিলমোহর দেয়) ছাপ থাকাও বাধ্যতামূলক। অথচ বহু ক্ষুদ্র-ছোট সংস্থা বিআইএস নথিভুক্ত নয়। বেশির ভাগ মানুষ তাদের জিনিস ব্যবহার করেন। তাই এই কড়াকড়ি। তাদের জন্য নথিভুক্তির প্রক্রিয়া ও সুবিধা নিয়ে প্রশিক্ষণ শিবির হচ্ছে।
সম্প্রতি জানবাজারের লেদার আর্টিজ়েন ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে জুতো তৈরির ক্ষুদ্র সংস্থাগুলিকে নিয়ে শিবির করেছিল বিআইএস। নিয়ন্ত্রকের যুগ্ম ডিরেক্টর মৈনাক গাঁতাই বলেন, পণ্যের মান ও বিআইএস নিয়ে ছোট শিল্পকে অবগত করাই এর উদ্দেশ্য। বৈদ্যুতিক পাখা, আসবাব-সহ কিছু ক্ষেত্রের ছোট সংস্থাগুলিকে নিয়ে শিবির হয়েছে। আবারও হবে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে পিডব্লিউডি-র এঞ্জিনিয়ার ও কারিগরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও। নির্মাণে কোন বিষয়ে জোর দেওয়া জরুরি, তা ব্যাখ্যা করেন বিআইএস-এর ডেপুটি ডিরেক্টর সঞ্জয় পন্থ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)