পশ্চিমবঙ্গে লগ্নি টানার উদ্যোগে শামিল হতে চাইল বিরোধী দল বিজেপি। শুক্রবার শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, বাংলায় বিনিয়োগ আনতে প্রয়োজনে তিনি বাইরের রাজ্যে যেতে প্রস্তুত। পাশে থাকবেন বিরোধী দলনেতাও। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি শিল্পবান্ধব নয় বলেও দাবি তাঁর। অভিযোগ, ‘‘সরকার শিল্পে লগ্নি সংক্রান্ত কিছু জানায় না বিরোধীদের। ফলে আমরা কিছুই জানতে পারি না।’’
দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে লগ্নির প্রচারে এ দিন কলকাতায় ‘রোড শো’ করে কেন্দ্রের উত্তরপূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রক। সেখানেই সুকান্তের দাবি, বিনিয়োগ পেতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রাজ্যে গিয়ে আরও বেশি করে শিল্প সম্মেলন করা উচিত। বলেন, ‘‘রাজ্যে যে গত ১৪ বছর ধরে পুঁজি আসেনি, সেটা স্পষ্ট।’’ হুগলি ও হাওড়া শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সেই সময় (এগুলি তৈরির সময়) রাজ্য শিল্পে অনেক এগিয়ে ছিল।’’ পরে বলেন, ‘‘তৃণমূলের আমলে কেউ লগ্নি করতে আসে না। সবাই আসে, বিরিয়ানি খায়, তার পরে চলে যায়।’’
সুকান্ত জানান, উত্তর-পূর্বে লগ্নি টানতে প্রথম সারির ন’টি শহরে ‘রোড শো’ হয়েছে। ৯৭ হাজার কোটি টাকার বেশি প্রস্তাবও এসেছে। মে মাসে দিল্লিতে এই সংক্রান্ত শিল্প সম্মেলন করার পরিকল্পনা। তিনি বলেন, ‘‘আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার বাংলার স্বার্থে আমাদের পাশে আসুক। একসঙ্গে লগ্নির সম্ভাবনা বাড়ানো জরুরি। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই কাজ করতে হবে। উত্তর-পূর্বের প্রসারে রাজ্যের ভূমিক গুরুত্বপূর্ণ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)