পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় পর্যটন প্রসারের সুযোগ বিপুল। এই বার্তা দিয়েই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একযোগে দাবিপত্র পেশ করতে চলেছে বণিকসভা মার্চেন্টস চেম্বার। সোমবার তাদের পর্যটন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নরেশ আগরওয়াল জানান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া এলাকা কিংবা দক্ষিণ ২৪ পরগনা বা কালিম্পং-এর মতো জেলায় এই ক্ষেত্রে জোর দিয়েই সেখানকার বাসিন্দাদের অনেকখানি উন্নতি করা সম্ভব। স্বার্থরক্ষা হবে রাজ্যেরও। তাই তার প্রসারে সরকারের তরফে যে কাজগুলি প্রত্যাশা করে সংশ্লিষ্ট শিল্প, তা নিয়ে চলতি মাসে রাজ্য ও কেন্দ্রের কাছে দাবিপত্র জমা দেওয়া হবে।
বণিকসভার তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের কাছে মূলত তারা ওই সব অঞ্চলের রাস্তাঘাট, জল-সহ পরিকাঠমোর উন্নতি দাবি করছে। সেই সঙ্গে চাইছে পর্যটন ক্ষেত্রের সমস্ত ছাড়পত্রের জন্য ‘এক জানালা পদ্ধতি’। নরেশ জানান, পর্যটনকে যখন শিল্পের তকমা দেওয়া হয়েছে, তখন সব ছাড়পত্রকে এক ছাতার তলায় আনা প্রয়োজন। এর পাশাপাশি তালিকায় রয়েছে দক্ষ কর্মীর জোগান নিশ্চিত করার বার্তাও। অন্য দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে চাওয়া হচ্ছে আরও বেশি ট্রেন পরিষেবা। প্রস্তাব দেওয়া হবে বিভিন্ন জায়গায় উড়ান পরিষেবা চালু করার। গঙ্গাসাগর-সহ রাজ্যে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে আরও বেশি জনসমাগম কী করে করা যায়, তার নির্দিষ্ট পরিকল্পনাও রাজ্যকে দেওয়া হবে বলেই জানান নরেশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)