E-Paper

সোনা-রুপোর নজির গড়া দামে দিশাহারা ক্রেতা

গয়না বিক্রেতাদের দাবি, এখন মল মাস হলেও সামনেই বিয়ের মরসুম। অনেককে গয়না কিনতেই হবে। কিন্তু দাম দেখে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের অনেকেরই দিশাহারা অবস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৮:১৪
ম দেখে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের অনেকেরই দিশাহারা অবস্থা।

ম দেখে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের অনেকেরই দিশাহারা অবস্থা। —প্রতীকী চিত্র।

এক দিনে প্রায় হাজার টাকা দামি হল সোনা। শুক্রবার কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) এই প্রথম ছুঁল ৮৯,৭৫০ টাকা। জিএসটি নিয়ে ৯২,৪৪২.৫০ টাকা। ফলে গয়নার সোনাও কর ধরে নজিরবিহীন ভাবে পৌঁছে গিয়েছে ৮৭,৮৫৯ টাকায়। গয়না বিক্রেতাদের দাবি, এখন মল মাস হলেও সামনেই বিয়ের মরসুম। অনেককে গয়না কিনতেই হবে। কিন্তু দাম দেখে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের অনেকেরই দিশাহারা অবস্থা। আসন্ন পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার বাজার নিয়ে সন্দিহান বিক্রেতারাও।

সোনায় হাত ছোঁয়াতে না পেরে যাঁদের ভরসা রুপো, তাঁরাও বিশ বাঁও জলে। কারণ নজির গড়ে কেজি প্রতি খুচরো রুপো পৌঁছেছে লাখের আরও উপরে। হয়েছে ১,০১,২০০ টাকা। কর ধরে ১,০৪,২৩৬। বৃহস্পতিবারের চেয়ে ১৬৫০ টাকা বেশি।

সোনার গয়না ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং পাকা সোনার ব্যবসা করা সংস্থা জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরা বলেন, “সোনার দাম কমছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের গাড়ি ও তার যন্ত্রাংশে ২৫% আমদানি শুল্ক চাপিয়ে বাণিজ্যে পাঁচিল তুলতেই ফের অনিশ্চয়তা গ্রাস করেছে বিশ্ব বাজারকে। তার উপর ২ এপ্রিল ট্রাম্প ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপাবেন বলে হুমকি দিয়ে রেখেছেন আগেই। শুল্ক নিয়ে তাঁর এই নিত্যনতুন হুমকি এবং পদক্ষেপ সোনার দামকে বিশ্ব বাজারে বাড়িয়ে দিচ্ছে। ফলে দাম বাড়ছে ভারতেও।’’ এ দিন বিশ্ব বাজারে আউন্সে সোনা দাঁড়ায় ৩০৮১ ডলার। এক দিনে বৃদ্ধি ৫১ ডলার।

অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরী বলেন, অনিশ্চিত আর্থিক বাজারে সোনায় লগ্নিতে আস্থা বাড়ছে মানুষের। এটাই দাম বৃদ্ধির কারণ। আখেরে তার মূল্য বাড়ায় লাভই হচ্ছে। তবে যাঁদের এখনই তা কিনতে হচ্ছে তাঁদের অনেকেরই অবস্থা সঙ্গীন, দাবি সংশ্লিষ্ট মহলের।

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীনেশ কাবরা বলেন, “রুপোর দামেও বিশ্ব বাজারের রেকর্ড দেশে ছাপ ফেলেছে। এতেও ট্রাম্পের শুল্ক নীতির হাত আছে। তবে সৌর বিদ্যুৎ, সেমিকনডাক্টরের মতো ক্ষেত্রের প্রসারও এর কারণ। রাসায়নিক, বৈদ্যুতিন, অপ্রচলিত শক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে রুপোর চাহিদা বাড়ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Price Hike Jewellery

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy