Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Neelachal Ispat Nigam

নীলাচল বিক্রিতে অনুমোদন

এর আগে ভারত পেট্রোলিয়াম, কনটেনার কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নিপকো ও তেহরি জল বিদ্যুৎ নিগম— এই পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কেন্দ্রের শেয়ার ৫১ শতাংশের নীচে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ০৪:১৬
Share: Save:

রাষ্ট্রায়ত্ত নীলাচল ইস্পাত নিগমকে (এনআইএনএল) বিক্রি করার প্রস্তাবে বুধবার নীতিগত সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এই নিগম ছ’টি রাষ্ট্রায়ত্ত সংস্থার যৌথ উদ্যোগ। ছ’টির হাতেই রয়েছে তার শেয়ার। নীলাচল নিগম বিক্রির লক্ষ্যে ওই ছ’টি সংস্থাকে শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়া। সংগঠনের সভাপতি পি কে দাস বলেন, ‘‘এর তীব্র প্রতিবাদ করছি। যে কোনও রষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি হতে দেওয়ার বিপক্ষে আমরা।’’ ভূষন স্টিল ও আধুনিক স্টিলের উদাহরণ টেনে দাস বলেন, ‘‘বহু বেসরকারি ইস্পাত সংস্থা বন্ধ বা রুগ্‌ণ হয়ে পড়ে। তুলনায় রাষ্ট্রায়ত্তগুলির হাল অনেক ভাল।’’

নীলাচল ইস্পাত বিক্রি হবে নিলাম করে। কেন্দ্র জানিয়েছে এর থেকে পাওয়া অর্থ খরচ হবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে।

এর আগে ভারত পেট্রোলিয়াম, কনটেনার কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নিপকো ও তেহরি জল বিদ্যুৎ নিগম— এই পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কেন্দ্রের শেয়ার ৫১ শতাংশের নীচে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neelachal Ispat Strategic Disinvestment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE