জিএসটি নেটওয়ার্ক (জিএসটিএন) পরিষেবা প্রদানকারী সংস্থা ইনফোসিসের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি।
তাদের অভিযোগ, জিএসটিএনে কর ও রিটার্ন জমার প্রক্রিয়া ঠিক মতো কাজ না-করায় ব্যবসায়ীরা অসুবিধায় পড়ছেন। অযথা হয়রানি হচ্ছে তাঁদের। দেশে সুষ্ঠু ভাবে জিএসটি চালুর ক্ষেত্রে যা বড় বাধা। এ জন্য ইনফোসিস-সহ যে-সব সংস্থা নেটওয়ার্ক তৈরির দায়িত্ব পেয়েছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে সিএআইটি। তা নেওয়া না-হলে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।
যদিও এর আগে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইনফোসিস। তাদের দাবি, সংস্থা সমস্যা সমাধানের সব রকম চেষ্টা করছে।
এ দিকে, গত শুক্রবার গুয়াহাটিতে জিএসটি পরিষদের বৈঠকে যে-সমস্ত জিনিসের দাম বদলাচ্ছে, সেগুলির নতুন দাম পণ্যের গায়ে স্টিকার দিয়ে লিখতে দেওয়ার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতা সুরক্ষামন্ত্রী রাম বিলাস পাসোয়ানের কাছে তাঁদের আর্জি, ৩১ মার্চ পর্যন্ত এ ভাবে দাম বদলের অনুমতি দেওয়া হোক। সিএআইটি-র দাবি, দেশে এখন ৯ লক্ষ কোটি টাকার পণ্য বাজারে রয়েছে। এর মধ্যে ৬ লক্ষ কোটির পণ্য প্যাকেটবন্দি ও তাতে ন্যূনতম খুচরো দাম লেখা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy