চড়া মূল্যবৃদ্ধি, তলানিতে ঠেকা টাকার দাম, জরুরি পণ্য কিনতেই মানুষের নাভিশ্বাস দশার মধ্যে ভারতের অর্থনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু এর মধ্যে কেন্দ্রের মূলধনী ব্যয় প্রকল্পগুলির হাত ধরেই ভারতের অর্থনীতি এগিয়ে যাবে বলে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং শীর্ষ ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, আর্থিক দিক থেকে দেশকে মজবুত করে তুলতে হলে জোর দিতে হবে প্রমাণ নির্ভর নীতি তৈরির উপরে। যদিও প্রশ্ন উঠছে সেই ব্যয়ের টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে।
অতিমারির শুরু থেকেই মূলধনী ব্যয়ে জোর দিচ্ছে মোদী সরকার। দাবি করছে দীর্ঘ মেয়াদে দেশের আর্থিক বৃদ্ধিকে গতিশীল করতে কাজে লাগবে এই নীতি। যা টেনে আনতে বেসরকারি লগ্নিকেও। সেই পথে হেঁটেই বাজেটে চলতি অর্থবর্ষের জন্য এই ব্যয় বরাদ্দ ৩৫.৪% বাড়িয়ে ৭.৫ লক্ষ কোটি টাকা করেছেন নির্মলা। গত বছরে এই অঙ্ক ছিল ৫.৫ লক্ষ কোটি।
এ দিকে, এই বৈঠকের ফাঁকেই বিশ্ব বাণিজ্য সংস্থাকে খাদ্যশস্য রফতানি করতে দেওয়ারও আর্জি জানিয়েছেন নির্মলা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গত কয়েক মাসে বিভিন্ন দেশেই খাদ্যসঙ্কট দেখা গিয়েছে। যে সমস্ত দেশে সেই সঙ্কট তীব্র, তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন দেশের সরকারকে যেন অনুমতি দেওয়া হয়, সেই আবেদন করেছেন তিনি।