Advertisement
E-Paper

ইউরোপের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আশঙ্কায় গাড়ি শিল্প

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তিতে বিপদে পড়বে ভারতের গাড়ি শিল্প। তার সঙ্গে সাযুজ্য থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’রও। সোমবার এই অভিযোগ তুলেছে এ দেশে গাড়ি তৈরির সংস্থাগুলির সংগঠন সিয়াম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ০২:০৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তিতে বিপদে পড়বে ভারতের গাড়ি শিল্প। তার সঙ্গে সাযুজ্য থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’রও। সোমবার এই অভিযোগ তুলেছে এ দেশে গাড়ি তৈরির সংস্থাগুলির সংগঠন সিয়াম।

তাদের যুক্তি, গাড়ির মতো যে- সমস্ত শিল্পে প্রচুর লোক কাজ পান, সেগুলিকে অবাধ বাণিজ্য চুক্তির বাইরেই রাখা উচিত। বিশেষত ২৮টি দেশের ইইউ-র সঙ্গে প্রস্তাবিত চুক্তির বাইরে তো বটেই। কারণ, এখন ভারতে তৈরি কোনও গাড়ি ইউরোপে রফতানি হলে, তার উপর শুল্ক বসে ১০%। সেখানে ইইউ-এর কোনও দেশে পুরোপুরি তৈরি হয়ে আসা গাড়ি ভারতে এলে, তার উপর শুল্ক চাপে ৬০ থেকে ১০০%। অবাধ বাণিজ্য চুক্তি হলে এই শুল্ক কমাতে হবে ভারতকে। ফলে সুবিধা পাবে ইউরোপে গাড়ি তৈরি করা সংস্থাগুলিই। এ দেশের সংস্থাগুলির সুবিধা তেমন হবে না। বরং কিছুটা বিপাকেই পড়বে তারা।

শুধু তা-ই নয়, তাদের অভিযোগ, ওই প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে, ধাক্কা খাবে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। কারণ, ওই চুক্তির ফলে ইউরোপে পুরোপুরি তৈরি হওয়া গাড়ি (কমপ্লিটলি বিল্ট ইউনিট বা সিবিইউ) এবং ইঞ্জিন ভারতে আমদানি করা সহজ হবে। ফলে ভারতে তা কম তৈরি হবে। কমবে কর্মসংস্থানের সুযোগও। তাই গাড়ি এবং ইঞ্জিনকে ওই চুক্তির বাইরে রাখার পক্ষে সওয়াল করেছে তারা। সিয়ামের দাবি, গত তিন বছরে ভারত থেকে ইউরোপে গাড়ি রফতানি কমেছে। কিন্তু বেড়েছে ইউরোপ থেকে আমদানি। এই অবস্থায় তাদের ভয়, প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি আরও বিপদ ডেকে আনবে।

free Trade Agreement India Europe car industry make in india Narendra Modi prime minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy