Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গাড়ি বিক্রি বাড়তে পারে ১০%

সোমবার নভেম্বরের গাড়ি বিক্রি খতিয়ানের পাশাপাশি ওই পূর্বাভাস দিয়েছে এ দেশে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৩:১৯
Share: Save:

চলতি অর্থবর্ষে গাড়ি বিক্রি ৮-১০% বাড়বে বলে আশা শিল্পমহলের।

সোমবার নভেম্বরের গাড়ি বিক্রি খতিয়ানের পাশাপাশি ওই পূর্বাভাস দিয়েছে এ দেশে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম। পূর্বাভাসের প্রসঙ্গে সিয়ামের ডিজি বিষ্ণু মাথুর বলেন, ‘‘তা সম্ভব হলে, গত ছ’বছরে এই প্রথম এতটা বৃদ্ধি হবে।’’ তারা এ দিন জানিয়েছে, এপ্রিল-নভেম্বরে সার্বিক ভাবে গাড়ি বিক্রি বৃদ্ধির হার ৯.২৯%। আর নভেম্বরে যাত্রী গাড়ি বিক্রি বেড়েছে ১৪.২৯%।

তবে তাদের মতে, এ বছরে যাত্রী গাড়ির বিক্রির পরিসংখ্যান ভাল দেখানোর কারণ আগের বছর একই সময়ে নোটবন্দির কারণে তা মার খাওয়া। গত অর্থবর্ষে সামগ্রিক ভাবে গাড়ির বিক্রি বেড়েছিল ৬.৮১%।

শুধু যাত্রী গাড়ি নয়। নোট বাতিলে ধাক্কা খেয়েছিল পুরো গাড়ি শিল্পই। এ বার সেই সমস্যা নেই। উপরন্তু দামে ছাড় মেলায় বিক্রি বেড়েছে। তাই নভেম্বরের হিসেবে এ বার সার্বিক ভাবে গাড়ি বিক্রি বেড়েছে ২৪%। তার মধ্যে যাত্রীবাহী গাড়ি বেড়েছে ১৪.২৯%। এর মধ্যে অবশ্য ইউটিলিটি ভেহিক্‌ল বা কেজো গাড়ির বিক্রি বৃদ্ধির হারই ছিল (৪৪.৬৫%)। তার পাশাপাশি, গত মাসে খানিকটা বেড়েছে বাণিজ্যিক, দুই ও তিন চাকার গাড়ি বিক্রিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car sales Increase
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE