Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নগদহীন ব্যবস্থা না-থাকলে জরিমানা

এর আগে এমডিআর বাবদ ব্যাঙ্কগুলিকে চার্জ মেটাত সংস্থাগুলি। অনেক ক্ষেত্রে সেই টাকা ক্রেতাদের কাছ থেকে আদায় করত তারা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০৩:৪৭
Share: Save:

নোটবন্দির পরে নগদের ব্যবহার কমাতে ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার কথা বলেছিল কেন্দ্র। এই উদ্দেশ্যে সম্প্রতি রুপে কার্ড ও ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) প্রত্যাহারের কথা জানিয়েছেন সরকার। আজ, বুধবার থেকে যা কার্যকর হয়েছে বছরে ৫০ কোটি টাকা বা তার বেশি ব্যবসা করা সংস্থায়। এ বার প্রত্যক্ষ কর পর্ষদের (সিবিডিটি) নির্দেশ, ওই সব সংস্থায় ডিজিটাল লেনদেনের উপযুক্ত ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। নির্দেশ কার্যকর না-করলে ১ ফেব্রুয়ারি থেকে দৈনিক ৫০০০ টাকা করে জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে।

এর আগে এমডিআর বাবদ ব্যাঙ্কগুলিকে চার্জ মেটাত সংস্থাগুলি। অনেক ক্ষেত্রে সেই টাকা ক্রেতাদের কাছ থেকে আদায় করত তারা। সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, এমডিআর ওঠায় মানুষ ডিজিটাল লেনদেনে উৎসাহী হলেও, ব্যাঙ্ক ও ডেবিট কার্ড ব্যবসায় কিছু সমস্যা তৈরি হবে।

এরই মধ্যে এসেছে ওই সব সংস্থায় ডিজিটাল লেনদেন ব্যবস্থা রাখার নির্দেশ। প্রথম এক মাস জরিমানা করা হবে না। কিন্তু নির্দেশ না-মানলে ১ ফেব্রুয়ারি থেকে তা চাপবে। ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এই ব্যবস্থা করা হলেও, জরিমানা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বিভিন্ন বিপণন কেন্দ্রে যে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন বসানো হয়, তা ভাড়া করা। এমডিআরের টাকা থেকেই তা মেটানো হয়। এমডিআর উঠলে যন্ত্র বসানোর আগ্রহ বাড়বে কী ভাবে? কোন পথে উঠবে খরচ? এই অবস্থায় জরিমানার হুঁশিয়ারিতে চাপ বাড়বে ব্যবসায়ীদের উপরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBDT Digital Payment Gateway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE