Advertisement
২১ মে ২০২৪

পণ্য বাজারেও আসতে পারে মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ডগুলিকে পণ্য বাজার বা কমোডিটি মার্কেটে লগ্নির অনুমতি দেওয়ার কথা ভাবছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। কমোডিটি মার্কেটকে আরও চাঙ্গা করাই এর উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৩
Share: Save:

মিউচুয়াল ফান্ডগুলিকে পণ্য বাজার বা কমোডিটি মার্কেটে লগ্নির অনুমতি দেওয়ার কথা ভাবছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। কমোডিটি মার্কেটকে আরও চাঙ্গা করাই এর উদ্দেশ্য।

পণ্য বাজারে প্রাণ ফেরানোর লক্ষ্যে ব্যাঙ্কগুলিকেও যাতে এ বার কমোডিটি মার্কেটে লগ্নি করার অনুমতি দেওয়া হয়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সেবি। চেয়ারম্যান ইউ কে সিন্‌হা সম্প্রতি এ কথা জানিয়ে বলেছেন, শুধু ব্যাঙ্কই নয়, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকেও কমোডিটি মার্কেটে লগ্নির অনুমতি দিতে সেবি আগ্রহী। সিন্‌হা ইঙ্গিত দেন, আর মাসখানেকের মধ্যেই মিউচুয়াল ফান্ডগুলিকে এখানে লগ্নির অনুমতি দেওয়া সংক্রান্ত প্রস্তাবটি কার্যকর
হতে পারে।

এ দিকে, সম্প্রতি শেয়ার বাজার পরিচালনা সংক্রান্ত কিছু আইন সংশোধন করেছে সেবি। সেই মতো এখন থেকে কোনও সংস্থা শেয়ার বাজারের আইন লঙ্ঘন করলে, সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষই তাকে শাস্তি দিতে পারবেন।
এত দিন দু’একটি ক্ষেত্র ছাড়া ওই ব্যাপারে শাস্তি দেওয়ার এক্তিয়ার ছিল শুধু সেবি-র।

এ ছাড়া শেয়ার বাজারে নথিভুক্ত নয়, এমন কোনও বড় সংস্থা অনেক সময়েই নথিভুক্ত অথচ তুলনায় ছোট সংস্থার সঙ্গে মিশে যেতে আগ্রহ দেখায়। এ ধরনের সংযুক্তির ক্ষেত্রে কিছু নিয়ম স্পষ্ট করেছে সেবি। বাজারের নিয়ম মেনে সংশ্লিষ্ট বড় সংস্থাটিকে তখন নথিভুক্ত সংস্থার মতোই প্রতিষ্ঠান সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রকাশ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mutual Fund MCX CEBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE