Advertisement
০৭ মে ২০২৪

সর্বোচ্চ দাম নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

তবে দাম বাড়লে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। এখনও পর্যন্ত জিএসটি-তে নতুন ২ লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে। এ দিকে ছোট ব্যবসায়ীদের ধন্দ কাটাতে ‘মাস্টারমশাই’-এর ভূমিকায় নামছে অর্থ মন্ত্রক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০২:৩৫
Share: Save:

মজুত থাকা পণ্যের সর্বোচ্চ দাম (এমআরপি) নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। তারা জানিয়েছে, ১ জুলাইয়ের আগে তৈরি অবিক্রীত পণ্যে লেখা সর্বোচ্চ দরের পাশে নতুন দাম লেখা স্টিকার সেঁটে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি করা যাবে। তবে দাম বাড়লে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। এখনও পর্যন্ত জিএসটি-তে নতুন ২ লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে।

এ দিকে ছোট ব্যবসায়ীদের ধন্দ কাটাতে ‘মাস্টারমশাই’-এর ভূমিকায় নামছে অর্থ মন্ত্রক। ৬-৮ জুলাই হিন্দিতে, ১০-১২ জুলাই ইংরেজিতে রোজ এক ঘণ্টার ক্লাস নেওয়া হবে। দূরদর্শনে, অনলাইনে তা দেখা যাবে। প্রতিদিনই ক্লাস শুরু বিকেল সাড়ে ৪টেয়। একমাত্র ৮ জুলাই সকাল ১১টায়। ব্যবসায়ী, কর পেশাদার, কেন্দ্র ও রাজ্যের কর দফতরের কর্মীদের তা দেখতে বলেছে মন্ত্রক।

জিএসটি চালু হওয়ার পরে যাতে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে না-বাড়ে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান স্বাভাবিক থাকে, সে দিকে নজর রাখতে প্রতি মঙ্গলবার ক্যাবিনেট সচিব বিভিন্ন মন্ত্রকের ১৫ জন সচিবকে নিয়ে বৈঠকে বসবেন। এ ছাড়াও অতিরিক্ত সচিব ও যুগ্ন সচিব স্তরের ১৭৫ জন অফিসার মাথা পিছু ৪-৫টি জেলার দায়িত্বে থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST MRP জিএসটি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE