Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আইডিবিআই ব্যাঙ্কে পুঁজি, সঙ্গে বহাল উদ্বেগও 

কেন্দ্র জানিয়েছে, যে অঙ্কের পুঁজি ঢালা হবে তার সমান অঙ্কের রিক্যাপিটালাইজেশন বন্ড সরকারের কাছ থেকে কিনবে ব্যাঙ্কটি। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩
Share: Save:

আইডিবিআই ব্যাঙ্কের পুঁজির হাল ফেরাতে ৯,৩০০ কোটি টাকা ঢালার কথা ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে ৪,৭৪৩ কোটি টাকা (প্রায় ৫১%) আসবে ব্যাঙ্কটির বৃহত্তম প্রোমোটার এলআইসির হাত ধরে। বাকি ৪,৫৫৭ কোটি জোগাবে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্র জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৭০,০০০ কোটি টাকা ঢালা হবে। তার পরেই এই ঘোষণা।

কেন্দ্র জানিয়েছে, যে অঙ্কের পুঁজি ঢালা হবে তার সমান অঙ্কের রিক্যাপিটালাইজেশন বন্ড সরকারের কাছ থেকে কিনবে ব্যাঙ্কটি।

কেন্দ্রের ঘোষণার প্রেক্ষিতে অবশ্য কিছু প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। টানা ১১টি ত্রৈমাসিকে লোকসান হয়েছে আইডিবিআই ব্যাঙ্কের। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে তা দাঁড়িয়েছে ৩,৮০১ কোটি টাকা। যা এক বছর আগের তুলনায় (২,৪১০ কোটি টাকা) বেশি। আগেই প্রশ্ন উঠেছিল, একটি শক্তিশালী রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দিয়ে দুর্বল সংস্থার অংশীদারি কেনালে শক্তিশালী সংস্থাটির উপরেই বিরূপ প্রভাব পড়বে না তো? বিশেষ করে যেখানে এলআইসির ব্যবসার উপরে নির্ভর করে ২৯ কোটি পলিসিহোল্ডারের পুঁজির ভবিষ্যৎ? বস্তুত, মঙ্গলবার একই কারণে বহু ব্যাঙ্কের শেয়ার পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IDBI LIC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE