রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা ও নাবার্ডের কর্মীদের বেতন এবং রিজ়ার্ভ ব্যাঙ্ক ও নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মী আর তাঁদের পরিবারের পেনশনের হার সংশোধনে সায় দিল কেন্দ্র। অর্থ মন্ত্রক জানিয়েছে, এর ফলে ৪৬,৩২২ জন কর্মী, ২৩,৫৭০ জন পেনশনভোগী এবং ২৩,২৬০টি পরিবারের উপকার হবে। নতুন বেতন এবং পেনশন কার্যকর হবে গত ২০২২-এর ১ অগস্ট থেকে। সরকারের খরচ হবে বাড়তি ৮১৭০.৩০ কোটি টাকা। ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইনশিয়োরেন্স এমপ্লয়িজ়ের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তিন বছর লড়াইয়ের পরে আমরা সফল হলাম। বেতন বৃদ্ধি হচ্ছে ১৪% হারে, পারিবারিক পেনশন বাড়ছে ৩০%।’’ এই সব সংস্থার কর্মীদের এনপিএসে সরকারের অবদান ১০% থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)