E-Paper

হেলমেটের মান নিয়ে কড়া ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র

২০২১ সালেই হেলমেটের মান সংক্রান্ত বিধি কার্যকর হয়েছে। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর (বিআইএস) অনুমোদিত আইএসআই তকমা হেলমেটে থাকা এখন বাধ্যতামূলক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ০৮:১৯
হেলমেটে আইএসআই তকমা বাধ্যতামূলক।

হেলমেটে আইএসআই তকমা বাধ্যতামূলক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

যে সমস্ত সংস্থা নিম্নমানের হেলমেট তৈরি করছে এবং যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নিতে বলল কেন্দ্র। জানাল, ২০২১ সালেই হেলমেটের মান সংক্রান্ত বিধি কার্যকর হয়েছে। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর (বিআইএস) অনুমোদিত আইএসআই তকমা হেলমেটে থাকা এখন বাধ্যতামূলক। তা সত্ত্বেও বহু উৎপাদনকারী সেই নির্দেশ লঙ্ঘন করে হেলমেট উৎপাদন এবং বিক্রি করে চলেছে। বিগত সময়ে তল্লাশি অভিযানে এমন বহু হেলমেট বাজেয়াপ্ত করা হয়েছে। সে কারণেই রাজ্যগুলিকে এ ব্যাপারে বার্তা দেওয়া হল। এর আগেও বিআইএস-এর শাখা অফিস, জেলাশাসকের দফতর এবং পুলিশ প্রশাসনকে সচেতনতা প্রসারের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রক।

আজ এক সরকারি বিবৃতিতে বিআইএস এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রক সাধারণ মানুষকে হেলমেটের মান সম্পর্কে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। বলেছে, দেশে প্রায় ২১ কোটি দু’চাকার গাড়ি চলে। ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনে বাইক ভ্রমণে হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক হয়েছিল। বিভিন্ন নির্দেশিকা সত্ত্বেও অনেক সময়ে দেখা যাচ্ছে, বিআইএস-এর মাপকাঠিকে উপেক্ষা করে রাস্তার ধারে নিম্নমানের হেলমেট বিক্রি হচ্ছে। বাড়ছে পথদুর্ঘটনা। সে কারণে হেলমেটের কারখানা এবং বাজারে তল্লাশি অভিযান শুরু করেছে বিআইএস। তারা জানিয়েছে, গত অর্থবর্ষে ৩০টি জায়গায় তল্লাশি অভিযান হয়েছিল। শুধু দিল্লিতে উদ্ধার করা হয়েছিল প্রায় আড়াই হাজার নিম্নমানের হেলমেট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BIS ISI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy