কেন্দ্রের লগ্নি এবং সরকারি সম্পদ পরিচালনা দফতরের (দীপম) আধিকারিকেরা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কেনাবেচা করতে পারবেন না। এক সরকারি অফিসার জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থা সংক্রান্ত বিভিন্ন সরকারি সিদ্ধান্তের খবর ওই কর্তাদের কাছে থাকে। যেগুলি শেয়ার বাজার ও সংশ্লিষ্ট সংস্থার শেয়ার দরের পক্ষেও সংবেদনশীল। তাই তাঁদের ওই সমস্ত সংস্থার শেয়ার লেনদেনে অংশগ্রহণ করা অনুচিত বলে মনে করছে কেন্দ্র।
সূত্রের খবর, সম্প্রতি অর্থ মন্ত্রকের অধীন দীপম অভ্যন্তরীণ নির্দেশিকায় জানিয়েছে, কোনও অফিসার ওই দফতরে যোগ দেওয়ার আগে রাষ্ট্রায়ত্ত সংস্থায় থাকা শেয়ারের সবিস্তার তথ্য জানাতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ওই শেয়ার বেচা যাবে না। দীপম রাষ্ট্রায়ত্ত সংস্থায় সরকারি শেয়ার পরিচালনা করে। অংশীদারি বিক্রি, বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণের দায়িত্বেও রয়েছে তারা।
ওই অফিসার বলেন, ‘‘সম্প্রতি অভ্যন্তরীণ নির্দেশ জারি করেছে দীপম। সেখানে বলা হয়েছে, দফতরের কোনও আধিকারিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না। ওই আধিকারিকদের কাছে সংস্থার অনেক গোপন খবর থাকে যা শেয়ারের দামকে প্রভাবিত করতে পারে। তাঁরা যাতে সেই তথ্য কাজে লাগিয়ে কোনও ভাবে উপকৃত হতে না পারেন, তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।... দীপম রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের মূল্যকে বাড়াতে পদক্ষেপ করে। স্পর্শকাতর সেই সমস্ত তথ্যের অপব্যবহার যাতে না হয়, তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব।’’
২০২২-২৩ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে ৩৫,২৯৪ কোটি টাকা তুলেছে কেন্দ্র। গত অর্থবর্ষে এসেছে ১৬,৫০৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৫১৬০ কোটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)