জিএসটি কমায় চাহিদা চাঙ্গা। ভারতীয় অর্থনীতি ঝুঁকি এড়িয়ে এগোচ্ছে— বৃহস্পতিবার এই দাবি অর্থ মন্ত্রকের অর্থনীতি সংক্রান্ত অক্টোবরের রিপোর্টে। সেখানে বলা হয়েছে, এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির গতি বহাল থাকবে। মূল্যবৃদ্ধির চাপ এবং কর কমায় গৃহস্থ পরিবার পাবে বাড়তি টাকা। এতে ইতিমধ্যেই উৎসবের মরসুমে গাড়ি বিক্রি বেড়েছে নজিরবিহীন, ট্র্যাক্টর বিকিয়েছে বিপুল, চোখে পড়ার মতো মূল্যের ইউপিআই লেনদেন হয়েছে দেশে। তবে কাজের বাজার যে কিছুটা শ্লথ, তা মেনেছে রিপোর্ট। বলেছে, সরকারি-বেসরকারি সব তথ্য মিলিয়ে যা ইঙ্গিত, তাতে কর্মসংস্থান অল্প হলেও কমেছে। নেমেছে কাজের বাজারে অংশগ্রহণও। বিশ্ব বাণিজ্য নিয়ে সতর্কবার্তা, বিভিন্ন দেশ বাণিজ্য চুক্তি করায় অনিশ্চয়তা কিছুটা কমলেও, চলতি বছরে তা পুরো কাটবে না। বরং সহযোগী দেশগুলির মধ্যে স্পষ্ট, স্বচ্ছ এবং ধারাবাহিক চুক্তির অভাবে সমস্যা মাথা তুলে থাকতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)