কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ দ্রুত সদ্ব্যবহারের জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর বার্তা, তা না হলে রাজ্যেরই ক্ষতি। কারণ, সে ক্ষেত্রে সেই বরাদ্দের অর্থ মঞ্জুর করতে দেরি হবে কেন্দ্রের। আজ দিল্লিতে বেশ কয়েকটি রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন চৌহান। খতিয়ে দেখেন কৃষি ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পে তাদের জন্য কেন্দ্রের বরাদ্দ এবং প্রকল্পগুলির অগ্রগতি। জানান, বরাদ্দের যথাযথ ব্যবহারের জন্য কৌশল গ্রহণ করে পদক্ষেপ করতে হবে। চেষ্টা করতে হবে মার্চের আগে যাতে বরাদ্দের অর্থ খরচ করা যায়। না হলে প্রশাসনিক জটিলতায় তা মঞ্জুর করতে দেরি হবে। আজ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষোন্নতি যোজনায় বিশেষ গুরুত্ব দিয়েছেন চৌহান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)