ডালের উৎপাদন বৃদ্ধি-সহ সামগ্রিক কৃষি উৎপাদনের উন্নয়নের লক্ষ্যে দু’টি প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার সার্বিক খরচ ৩৫,৪৪০ কোটি টাকা। ইতিমধ্যেই প্রকল্পগুলি কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেয়েছে। আজ এই কর্মসূচির বক্তৃতায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, অতীতের সরকারের দূরদর্শিতার অভাবে চাহিদা অনুযায়ী কৃষি উৎপাদন বাড়ানো যায়নি।
কেন্দ্রের ঘোষণা, ২৪,০০০ কোটি টাকা খরচ করা হবে ‘প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা’য় (পিএমডিডিকেওয়াই)। দ্বিতীয় উদ্দেশ্য, ডালের উৎপাদন বৃদ্ধির জন্য ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’। সেই প্রকল্পে ১১,৪৪০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এ ছাড়া কৃষি, পশুপালন, মৎস্যচাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ৫৪৫০ কোটি টাকার একটি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। আরও কয়েকটি প্রকল্পে কেন্দ্র বরাদ্দ করেছে ৮১৫ কোটি।
মোদী বলেন, ‘‘খাদ্যের ক্ষেত্রে আমাদের এক দিকে আমদানির নির্ভরশীলতা কমাতে হবে। অন্য দিকে বাড়াতে হবে ওই সব পণ্যের রফতানি।’’ এই প্রসঙ্গে তিনি জানান, ‘‘ডাল উৎপাদন এবং চাহিদার নিরিখে ভারত বিশ্বে প্রথম স্থানে থাকলেও আমাদের ডাল আমদানি করতে হয়।’’ ডাল উৎপাদনের আওতায় ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৩৫ লক্ষ হেক্টর জমিকে আনার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)