ট্রাম্প-শুল্কের মোকাবিলায় এক দিকে, ভারতীয় রফতানিকারীদের নতুন বাজার খুঁজতে এবং পুরনো বাজারে বিক্রি বাড়াতে বলল কেন্দ্র। অন্য দিকে ইঙ্গিত, বকেয়া ঋণের সমস্যায় পড়া এবং রফতানিতে ধাক্কা খাওয়া ছোট সংস্থাগুলির ব্যাঙ্ক ঋণে গ্যারান্টি দেওয়ার কথা ভাবছে তারা। সে জন্য ৪০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা প্রায় তৈরি।
সোমবার সরকারি সূত্রের খবর, বিপাকে পড়া ছোট সংস্থাগুলির (বছরে ব্যবসা ৫০০ কোটি টাকা পর্যন্ত) ঋণে অর্থ মন্ত্রক ১০%-১৫% গ্যারান্টি দেওয়ার প্রস্তাব দিয়েছে ব্যাঙ্ককে। যে সব সংস্থার ঋণ ৯০ দিন পর্যন্ত মেটানো না হলেও অনুৎপাদক সম্পদ হয়নি ও যারা নিয়ন্ত্রণে না-থাকা বাহ্যিক কারণে ঋণ শোধ করতে পারেনি, তারাও হবে গ্যারান্টির যোগ্য। পাশাপাশি এই সহায়তা নিতে পারবে শুল্কে ক্ষতিগ্রস্ত ছোট রফতানি সংস্থা। কেন্দ্রের হিসাব,আমেরিকায় রফতানি হওয়া ৫৫% পণ্যে শুল্কের প্রভাব পড়তে পারে।
এখন ভারতের মোট রফতানি পণ্যের ৯০% যায় পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলি-সহ ৫০টি দেশে। সূত্রের খবর, বাণিজ্য মন্ত্রক জোর দিচ্ছে— নতুন বাজার, পুরনো বাজারে বরাত বৃদ্ধি, আমদানি কমিয়ে দেশীয় পণ্যের ব্যবহার, অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগোনোর প্রস্তুতিতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)