Advertisement
E-Paper

১০ বছর ধরে জিয়োকে বিল ধরাতে ব্যর্থ বিএসএনএল! কয়েক হাজার কোটির ঘাটতি সরকারি রাজস্বে

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ) ১ এপ্রিল একটি রিপোর্টে জানিয়েছে, সময়মতো ১০ বছরের বিল জমা না দেওয়ার কারণে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বিএসএনএল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৩:২৪
Central government suffered a loss of 1,757.56 crore

—প্রতীকী ছবি।

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের গাফিলতির জন্য বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালের মে মাস থেকে রিলায়্যান্স জিয়োকে প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারের বিল দিতে ব্যর্থ হয়েছে বিএসএনএল। কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল (ক্যাগ) ১ এপ্রিল একটি রিপোর্টে জানিয়েছে, বিএসএনএল সময়মতো ১০ বছরের বিল জমা না করতে পারার কারণে ১ হাজার ৭৫৭ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় সরকার।

রিলায়্যান্স জিয়ো ইনফোকম লিমিটেডের (আরজেআইএল) সঙ্গে পরিকাঠামো ভাগাভাগির (ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং) একটি চুক্তি করেছিল বিএসএনএল। চুক্তি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্কের নকশা তৈরি, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল আরজেআইএল-কে। কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও প্রায় এক দশক ধরে বিএসএনএল জিয়োকে কোনও বিল দিতে পারেনি। ফলে চুক্তির কোনও টাকা পরিশোধ করতে পারেনি জিয়ো। ফলে মে ২০১৪ থেকে মার্চ ২০২৪ সালের মধ্যে সরকারি কোষাগারের ক্ষতি হয়েছে ১,৭৫৭.৭৬ কোটি টাকা এবং তা থেকে প্রাপ্ত সুদ, জানিয়েছে ক্যাগ।

ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারদের দেওয়া রাজস্বের অংশ থেকে লাইসেন্স ফি কাটতে ব্যর্থ হয়েছে বিএসএনএল। এর কারণে আরও ৩৮.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারি কোষাগারের।

বিএসএনএল ও আরজেআইএল-এর মধ্যে মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট চুক্তি সম্পাদিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে জিয়ো ১৫ বছরের জন্য বিএসএনএলের পরিকাঠামো ব্যবহারের অনুমতি পায়। নির্ধারিত শর্ত মেনে না চলা এবং মূল্যবৃদ্ধির ধারা প্রয়োগ না করার ফলে পরিকাঠামো ভাগাভাগির জন্য ২৯ কোটি টাকার (জিএসটি-সহ) রাজস্ব ক্ষতি হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Telecom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy