Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জ্বালানি বাঁচাতে উদ্যোগ কেন্দ্রের

বিদ্যুৎ খরচ বাঁচাতে এলইডি টিউব, বাল্ব গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ বণ্টন সংস্থা মারফত বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। মাঝে জ্বালানি সাশ্রয়কারী সিলিং পাখা এবং এসি মেশিনও একই ভাবে বিক্রির করার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০২:৫৭
Share: Save:

বিদ্যুৎ খরচ বাঁচাতে এলইডি টিউব, বাল্ব গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ বণ্টন সংস্থা মারফত বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। মাঝে জ্বালানি সাশ্রয়কারী সিলিং পাখা এবং এসি মেশিনও একই ভাবে বিক্রির করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের নতুন ভাবনায় এ বার কৃষি-পাম্প।

বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবে, পাঁচ তারা মানের এমন পাম্প কৃষি ক্ষেত্রে বণ্টনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। মন্ত্রকের দাবি, এই ব্যবস্থায় কৃষকদের বিদ্যুৎ বিলের খরচ বাঁচবে। আর তাতে সারা দেশে বিদ্যুৎ বিলে ভর্তুকি বাবদ কমপক্ষে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে কেন্দ্রীয় সরকারের দাবি। সম্প্রতি কেন্দ্রের উদ্যোগে অন্ধ্রপ্রদেশে এই ধরনের কৃষি-পাম্প চালু হয়েছে। ধাপে ধাপে শুরু হবে অন্য রাজ্যগুলিতেও।

বেশ কিছু দিন হল কেন্দ্রীয় সরকার ‘জাতীয় শক্তি সাশ্রয়কারী কৃষি-পাম্প’ প্রকল্পটি চালু করেছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীন ‘এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস’ সংস্থার অধীনে সারা দেশে এই প্রকল্পটি কার্যকর করা হবে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আধুনিক প্রযুক্তির পাম্পগুলিতে ‘স্মার্ট কন্ট্রোল প্যানেল’ ও সিম কার্ড লাগানো থাকবে। যে কোনও কৃষক তাঁর মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই ওই পাম্পটি চালু বা বন্ধ করতে পারবেন। কৃষি ক্ষেত্রে পাঁচ তারা মানের এই ধরনের পাম্প লাগিয়ে ২০১৯ সালের মধ্যে কমপক্ষে ৩০% বিদ্যুৎ খরচ বাঁচানো সম্ভব বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conserve Energy Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE