আগামী ২১ নভেম্বর থেকে রুশ সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা চাপানোয় ভারতীয় তেল শোধনগারগুলি সেখান থেকে আমদানি কমাতে চলেছে বলে খবর সংশ্লিষ্ট মহলের। ইতিমধ্যেই সেই কথা ঘোষণাও করেছে একাধিক দেশীয় সংস্থা। ফলে সামগ্রিক ভাবে ওই দেশ থেকে আমদানি ডিসেম্বরে কমবে বলেই দাবি সংশ্লিষ্ট ক্ষেত্রের উপদেষ্টা কেপলারের। এ দিকে রাশিয়ার তেল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনাচালাচ্ছে ভারত। বুধবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানান, ‘‘কথা ভালই এগোচ্ছে। তবে বিষয়টি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। ফলে সময় লাগাটাই স্বাভাবিক।’’ পাশাপাশি অবাধ বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারত যে দুধ, ছোট শিল্পের মতো ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে, তা ফের স্পষ্ট করেছেন তিনি।
কেপলারের মতে, ২১ অক্টোবর আমেরিকার নিষেধাজ্ঞা ঘোষণার আগে রাশিয়া থেকে দিনে গড়ে ১৬-১৮ লক্ষ ব্যারেল তেল কিনছিল দেশীয়সংস্থাগুলি। তা ইতিমধ্যেই কমেছে। ডিসেম্বরে আরও কমবে। কিন্তু বিকল্প রাস্তা খুললে এবং রাশিয়া থেকে অন্য দেশ হয়ে তেল আসার পথ তৈরি হলে পরের বছরের প্রথমার্ধে মস্কো থেকে আমদানি ফের মাথা তুলতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)