কর্মীদের বকেয়া ডিএ মেটানোর ‘অপারগতা’ বোঝাতে বারবার আর্থিক সঙ্কটের কথা বলেছে রাজ্য সরকার। এ বার একদল কর্মীর প্রাপ্য মেটানোর ক্ষেত্রে একই ভাবে আর্থিক সমস্যার কথা বলল কেন্দ্রও। দু’দশক আগের পে কমিশন অনুযায়ী প্রাপ্য না-পেয়ে ক্যাট-এ মামলা করেছিলেন সৌমেন সরকার, মিহিরকুমার মুখোপাধ্যায়-সহ কেন্দ্রীয় শুল্ক বিভাগের একদল অফিসার। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্রের কৌঁসুলি যে লিখিত বক্তব্য জমা দিয়েছেন, তাতে আর্থিক দুরবস্থার কথাই জানানো হয়েছে।
সূত্রের খবর, এ দিন শুনানির পরে মামলাকারীদেরও লিখিত বক্তব্য জমা দিতে বলেছে ক্যাট।
ফিরদৌস জানান, ২০০৪ সালে যে পে কমিশন চালু হয়েছিল, তা ১৯৯৬ থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় শুল্ক বিভাগের কর্মীদের অনেকেই তা পাননি। এর পরবর্তী কালে একদল কর্মী মামলা করলে কলকাতা হাই কোর্ট প্রাপ্য দিতে বলে। সে ক্ষেত্রে সরকার শুধু মামলাকারীদেরই প্রাপ্য মিটিয়ে ছিল। পরবর্তী কালে সৌমেন, মিহিরকুমারেরা প্রাপ্য চাইলেও তা মেটানো হয়নি। তার পরে তাঁরা ক্যাট-এ মামলা করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)