স্বাধীনতার একশো বছরে গিয়ে ‘বিকশিত ভারতের’ স্বপ্ন পূরণ করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করে কেন্দ্র। শনিবার ব্যাঙ্কগুলিকে নিয়ে আর্থিক পরিষেবা দফতরের আয়োজিত দু’দিনের ‘পিএসবি মন্থন’ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সচিব এম নাগরাজু জানান, ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য ভাল হয়েছে। আগের থেকে তারা অনেক বেশি স্থিতিশীল। এ বার দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আনা, উদ্ভাবনে জোর দেওয়া এবং সামগ্রিক ভাবে আর্থিক পরিষেবায় তাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। উল্লেখ্য, শুক্রবার সভার প্রথম দিনে দেশে অন্তত দু’টি বিশ্ব মানের ব্যাঙ্ক তৈরির বার্তাও দিয়েছে কেন্দ্র।
সম্মেলনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, নিয়ন্ত্রক, ব্যাঙ্কিং বিশেষজ্ঞ-সহ নানা পক্ষের প্রতিনিধিরা ছিলেন। আলোচনা হয় গ্রাহক পরিষেবা, ব্যাঙ্ক পরিচালনা, উদ্ভাবন, ঋণ বৃদ্ধি, ঝুঁকি সামলানো ও উন্নত প্রযুক্তি নিয়ে। উন্নত ব্যাঙ্কিং পরিকাঠামো তৈরি করা, গ্রাহকের চাহিদা অনুসারে পরিষেবার ব্যবস্থা করা, নতুন প্রজন্মের প্রযুক্তি তৈরির মতো পরামর্শও উঠে এসেছে। বিশেষত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যাতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পরিষেবা দিতে পারে, তার সওয়াল করা হয়েছে। তবে কৃত্রিম মেধা-সহ বিভিন্ন প্রযুক্তির ঝুঁকি কমানো ও গ্রাহক সুরক্ষায় জোর দিয়েছেন বিশেষজ্ঞেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)