Advertisement
E-Paper

সুতোর জন্য ব্যাঙ্ক, কেন্দ্র দেবে দু’কোটি

পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচা মাল সুতো। অথচ সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বাজারে মধ্যসত্ত্বভোগীদের কারণে অনেক সময়ই বেশি দাম দিয়ে সুতো কিনতে বাধ্য হয় ছোট-মাঝারি কারখানাগুলি। ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। কেন্দ্রীয় সূত্রের দাবি, এ ক্ষেত্রে নতুন প্রকল্প সুরাহা দিতে পারে অনেকটা। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৩:৩২

ভোটের আগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে নানা ভাবে সুরাহা দিতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার। এ বার সেই তালিকায় ঢুকল পোশাক শিল্পের সঙ্গে জড়িত ছোট-মাঝারি সেলাই কারখানাগুলিও। যাদের জন্য সুতো ব্যাঙ্ক তৈরির প্রকল্প আনল কেন্দ্র। যাতে বাজারদরে সুতো পায় তারা। প্রস্তাব অনুযায়ী, সেলাই কারখানাগুলি নিজেদের মধ্যে গোষ্ঠী (কনসোর্টিয়াম) বা বিশেষ সংস্থা গড়ে পাইকারি বাজার থেকে সুতো কিনে এই ব্যাঙ্ক তৈরি করতে পারবে। এ জন্য আগ্রহীদের সুদহীন ২ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র। তবে শর্ত, ব্যাঙ্ক থেকে বাজার দরেই ছোট কারখানা বা তাঁতিদের সুতো বেচতে হবে।

পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচা মাল সুতো। অথচ সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বাজারে মধ্যসত্ত্বভোগীদের কারণে অনেক সময়ই বেশি দাম দিয়ে সুতো কিনতে বাধ্য হয় ছোট-মাঝারি কারখানাগুলি। ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। কেন্দ্রীয় সূত্রের দাবি, এ ক্ষেত্রে নতুন প্রকল্প সুরাহা দিতে পারে অনেকটা।

বৃহস্পতিবার, দিল্লিতে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ছোট-মাঝারি সেলাই কারখানাগুলির উন্নতির জন্য একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ‘পাওয়ার টেক্স ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সুতো ব্যাঙ্কের জন্য অর্থ দেওয়া ছাড়াও প্রয়োজনে শিল্প তালুকগুলিতে কাপড় ছাপা, তার মান পরীক্ষা, নকশা তৈরি-সহ বিভিন্ন কাজের জন্য সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরিতে সরকারের আর্থিক ভর্তুকি দেওয়ার প্রস্তাব আছে।

ভর্তুকি মিলতে পারে লোডশেডিংয়ের সমস্যা মেটাতে কারখানায় সৌর বিদ্যুৎ উৎপাদনের সুবিধা চালু করতেও। এ দিন কলকাতা, লুধিয়ানা ও তিরুপুরের সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিদের সঙ্গে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতাতেও এই প্রকল্পগুলির কথা উল্লেখ করেন মন্ত্রী।

Busines Thread Industry Government Funding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy