Advertisement
০৫ মে ২০২৪
Electric Cars

বৈদ্যুতিক গাড়িতে জোর দিতে নিশানা ব্যাটারি

সূত্রের খবর, নীতি আয়োগ এ সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি করেছে। শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তা নিয়ে কথা হতে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৫
Share: Save:

জ্বালানি আমদানির খরচ কমাতে বৈদ্যুতিক গাড়িকে পাখির চোখ করছে কেন্দ্র। কিন্তু পরিকাঠামো না-থাকায় এখনও তার চাহিদা তলানিতেই। এর অবস্থায় আধুনিক ব্যাটারি তৈরির কেন্দ্র গড়তে ৪৬০ কোটি ডলারের আর্থিক সুবিধা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।

সূত্রের খবর, নীতি আয়োগ এ সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি করেছে। শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তা নিয়ে কথা হতে পারে। প্রস্তাবে দাবি, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে তেল আমদানি খরচ প্রায় ৪০০০ কোটি ডলার বাঁচাতে পারে ভারত।

তবে কেন্দ্র বারবার বৈদ্যুতিক গাড়ির পক্ষে সওয়াল করলেও, তার সহায়ক পরিবেশ কতটা তৈরি, তা নিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। বিশেষ করে ব্যাটারির দাম বেশি হওয়ায় এই গাড়ির দামও যেখানে অনেক বেশি পড়ে। তার উপরে এখনও প্রয়োজনের তুলনায় নগণ্য চার্জিং স্টেশনের সংখ্যা।

গত বছরে দেশে মাত্র ৩৪০০টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। ব্যাটারি সমস্যার কথা মেনে প্রস্তাবে বলা হয়েছে, টাকা ঢালতে লগ্নিকারীদের মধ্যে আড়ষ্টতা রয়েছে। আস্থা ফেরাতে তাই আর্থিক সুবিধার কথা ভাবা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electric Cars Fuels
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE