Advertisement
০২ মে ২০২৪

কর্মী প্রশিক্ষণে ৩৪ কোটির তহবিল কেন্দ্রের

রাজস্থানে ভারী যন্ত্র ও শিল্পে ব্যবহৃত বিশেষ ধরনের যান চালাতে প্রশিক্ষিত চালক আসেন সুদূর পেরু থেকে। এ দেশে মেলে না তেমন দক্ষ কর্মী। তেমনই ভারতে ৪০ লক্ষেরও বেশি কর্মী রং শিল্পে যুক্ত থাকলেও তাঁদের ৫০০ জনেরও কোনও প্রশিক্ষণ নেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৫
Share: Save:

রাজস্থানে ভারী যন্ত্র ও শিল্পে ব্যবহৃত বিশেষ ধরনের যান চালাতে প্রশিক্ষিত চালক আসেন সুদূর পেরু থেকে। এ দেশে মেলে না তেমন দক্ষ কর্মী। তেমনই ভারতে ৪০ লক্ষেরও বেশি কর্মী রং শিল্পে যুক্ত থাকলেও তাঁদের ৫০০ জনেরও কোনও প্রশিক্ষণ নেই।

মঙ্গলবার শহরের বিভিন্ন বণিকসভার অনুষ্ঠানে এ কথাই জানান কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতা সংক্রান্ত মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। দক্ষ কর্মী গড়তে তাই প্রশিক্ষণের বিভিন্ন পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই লক্ষ্যে প্রায় ৩৪ হাজার কোটি টাকার তহবিল তৈরি করছে কেন্দ্র।

এ দিন ইন্ডিয়ান পেন্ট ইন্ডাস্ট্রি, সিআইআই, সুরেশ নেওটিয়া সেন্টার অব এক্সেলেন্স ফর লিডারশিপ এবং ইন্ডিয়ান চেম্বারের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এ দিন দক্ষ কর্মীর অভাবের প্রসঙ্গ ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, দেশে কর্মীর অভাব নেই। কিন্তু তাঁদের প্রশিক্ষণ দিয়ে কাজের উপযুক্ত করে তোলা জরুরি। যেমন, ‘প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা’য় এক কোটি দক্ষ কর্মী গড়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আশা, নির্মাণ, খুচরো ব্যবসা, গাড়ি, বস্ত্র ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হবে।

এ দিন রাজ্যের কারিগরি শিল্প সচিব হৃদেশ মোহন দেখা করেন রুডির সঙ্গে। তিনি জানান, রাজ্যগুলিকেও প্রশিক্ষণে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। নানা রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্র চালুর ভাবনাও রয়েছে কেন্দ্রের। এ রাজ্যে দার্জিলিং, ডুয়ার্সের পাশাপাশি অন্যান্য এলাকায় তা চালু হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Centre Fund Training
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE