Advertisement
২৭ জুলাই ২০২৪

ঋণের পাহাড়, বিদ্যুতে রাস্তা ঢেলে সাজানোই

ঋণখেলাপি বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলির বিরুদ্ধে দেউলিয়া বিধি প্রয়োগের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সুরাহা চেয়ে তারা এলাহাবাদ হাইকোর্টের গেলেও, আদালত সেই আর্জি খারিজ করেছে।

মুম্বই
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৭:৩৯
Share: Save:

ঋণখেলাপি বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলির বিরুদ্ধে দেউলিয়া বিধি প্রয়োগের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সুরাহা চেয়ে তারা এলাহাবাদ হাইকোর্টের গেলেও, আদালত সেই আর্জি খারিজ করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই অনুৎপাদক সম্পদের ভার সামাল দিতে কেন্দ্রকে সম্পদ পরিচালনা ও পুনর্গঠন সংস্থা তৈরি করতে হতে পারে।

বিদ্যুৎ ক্ষেত্রে অনুৎপাদক সম্পদ ১.৭৪ লক্ষ কোটি টাকা। দেউলিয়া বিধি মেনে সংস্থাগুলি নিলাম হলে যে পরিমাণ ঋণ মকুব করতে হবে, সেই ধাক্কা ব্যাঙ্কগুলির পক্ষে সামলানো কঠিন। তাই ব্যাঙ্কগুলিতে পুঁজি ঢালা বা নিলাম পরিচালনার জন্যই সংস্থা খুলতে হতে পারে কেন্দ্রকে। উল্লেখ্য, এনডিএ জমানাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সামগ্রিক অনুৎপাদক সম্পদ বেড়েছে ৬.২ লক্ষ কোটি টাকা।

এ দিকে, ৬০ দিনের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রের অনাদায়ি ঋণের সমাধানসূত্রের রিপোর্ট দাখিল করার জন্য উচ্চ পর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে ৩১ অগস্ট কমিটির প্রথম বৈঠক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bankrupt Money Laundering Allahabad Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE