E-Paper

আর দু’দিন নয়, চেক ভাঙানো যাবে মাত্র তিন ঘণ্টায়! আসছে নতুন নিয়ম

রিজ়ার্ভ ব্যাঙ্ক বলেছে, ৪ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। লক্ষ্য, চেক জমা দেওয়ার পরে ৩ ঘণ্টার মধ্যেই যাতে অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়, তা নিশ্চিত করা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০৯:২২
নতুন ব্যবস্থায় গ্রাহককে সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে চেক জমা দিতে হবে।

নতুন ব্যবস্থায় গ্রাহককে সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে চেক জমা দিতে হবে। —প্রতীকী চিত্র।

চেক ক্লিয়ারিং-এর জন্য আর দু’দিন ধরে বসে থাকতে হবে না। চেক জমার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাঙিয়ে টাকা জমা পড়ে যাবে। রিজ়ার্ভ ব্যাঙ্ক বলেছে, ৪ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। লক্ষ্য, চেক জমা দেওয়ার পরে ৩ ঘণ্টার মধ্যেই যাতে অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়, তা নিশ্চিত করা। বর্তমানে দু’দিন লেগে যায় ক্লিয়ারিংয়ের কাজে। ফলে কারও চেক মারফত দ্রুত টাকা পাঠানোর বা পাওয়ার থাকলে, সমস্যা হয়।

এ দিকে, ১৫ অগস্ট থেকে ‘ইমেডিয়েট পেমেন্ট সার্ভিস’ (আইএমপিএস) পরিষেবার চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক। আইএমপিএসে চটজলদি অ্যাকাউন্ট থেকে টাকা অন্য ব্যাঙ্কে পাঠাতে পারেন গ্রাহক, ব্যাঙ্কের শাখায় গিয়ে বা অনলাইনে। বিশেষ কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এতে চার্জ লাগে না। স্টেট ব্যাঙ্কের সংশোধিত ব্যবস্থায় সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে অনলাইনে ২৫,০০০ টাকা পর্যন্ত আইএমপিএস হবে নিখরচায়। বাকি ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত চার্জ ২-১০ টাকা। সঙ্গে যোগ হবে জিএসটি। আগে কোনও ক্ষেত্রেই টাকা লাগত না। শাখায় গিয়ে আইএমপিএস করার খরচ অবশ্য বদলায়নি।

চেক ভাঙানো নিয়ে আরবিআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় গ্রাহককে সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে চেক জমা দিতে হবে। এখন সারা দিনে জমা পড়া চেক এক বা দু’দফায় ক্লিয়ারিং হাউজ়ে পাঠানো হয়। নতুন ব্যবস্থায় জমা পড়লেই তা পাঠিয়ে দেওয়া হবে। টানা চলবে ভাঙানোর কাজ। নতুন ব্যবস্থা দু’টি পর্যায়ে কার্যকর হচ্ছে। প্রথমটি ৪ অক্টোবর থেকে চলবে ২ জানুয়ারি পর্যন্ত।বিকেল ৪টের মধ্যে জমা চেকের অ্যাকউন্টে টাকা আছে কি না সন্ধ্যে ৭টার মধ্যে জানাতে হবে ক্লিয়ারিং হাউজ়কে। তার মধ্যে না জানালে ধরে নেওয়া হবে টাকা আছে এবং ভাঙানো হবে। দ্বিতীয় পর্যায় শুরু ৩ জানুয়ারি থেকে। এই দফায় চেক জমার পরে ৩ ঘণ্টার মধ্যেই ভাঙানো হবে। অ্যাকাউন্টে টাকা থাকলে তা জমা হবে যে ব্যক্তি বা সংস্থার নামে চেক কাটা হয়েছে, তার অ্যাকাউন্টে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bank Banking Sector

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy