Advertisement
১৭ জুন ২০২৪
China

চিনা গাড়ি সংস্থা ১০০ কোটি ডলার ঢালছে ভারতে, মউ সই

চুক্তি অনুযায়ী পুণের কাছে তেলেগাঁওয়ে গাড়ি নির্মাণক্ষেত্রে ১০০ কোটি ডলার (প্রায় ৭,৬১১ কোটি টাকা) বিনিয়োগ করবে চিনা সংস্থাটি।

ফাইল চিত্র

ফাইল চিত্র

সংবাদসংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ২০:১২
Share: Save:

লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই বাণিজ্যে ‘হিন্দি-চিনি ভাই ভাই’। সোমবার চিনের গাড়ি নির্মাতা সংস্থা ‘গ্রেট ওয়াল মোটরস’ (জিডব্লিউএম)-এর সঙ্গে মহারাষ্ট্র সরকারের একটি মউ সই হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং ভারতে চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডংয়ের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় চুক্তি।

চুক্তি অনুযায়ী পুণের কাছে তেলেগাঁওয়ে গাড়ি নির্মাণক্ষেত্রে ১০০ কোটি ডলার (প্রায় ৭,৬১১ কোটি টাকা) বিনিয়োগ করবে চিনা সংস্থাটি। এদিন মউ সইয়ের আগে অনলাইনে ‘ভার্চুয়াল মিটিং’ করেন জিডব্লিউএম-এর ম্যানেজিং ডিরেক্টর জেমন ইয়ং এবং মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই।

তেলেগাঁওয়ে আমেরিকার গাড়ি নির্মাতা সংস্থা জেনারেল মোটরসের একটি কারখানা ছিল। জানুয়ারিতে সেটি কিনে নেয় জিডব্লিউএম। সেখানেই অত্যাধুনিক এসইউভি নির্মাণ পরিকাঠামো গড়ে তোলা হবে বলে চিনা সংস্থাটি জানিয়েছে।

আরও পড়ুন: চিহ্নিতই করা নেই সীমান্ত, সঙ্ঘাতের বীজ ৩ হাজার ৩৮০ কিমি জুড়ে

আরও পড়ুন: এলএসি’তে সংঘর্ষ, চিনের পাঁচ সেনা খতম, শহিদ তিন ভারতীয় সেনাও​

চলতি বছরের গোড়ায় ‘ইন্ডিয়া অটো এক্সপো ২০২০’-তে অংশ নিয়ে ভারতের গাড়ি-বাজারের অংশীদার হওয়ার বার্তা দিয়েছিল চিনা সংস্থাটি। কর্নাটকের বেঙ্গালুরুতে ইতিমধ্যেই তারা একটি ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তুলেছে। সংস্থার ভারতীয় শাখার প্রধান পার্কার শি বলেন, “ভারতে বিভিন্ন প্রকল্পে অন্তত ৩,০০০ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে আমাদের।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Motor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE