এ দেশের বাজার ধরতে কলকাতা-সহ পূর্ব ভারতকেই প্রথম প্রথাগত বিপণির মাধ্যমে পণ্য বিক্রির গন্তব্য হিসেবে বেছে নিয়েছে চিনা সংস্থা হাইসেন্স। সম্প্রতি হাইসেন্স ইন্ডিয়ার এমডি স্টিভেন লি জানান, পূর্বাঞ্চল থেকে ভারতে আরও বৃহৎ আকারে ব্যবসা শুরু করছেন তাঁরা। সংস্থার আশা, ২০২৭ সালের মধ্যে এ দেশ থেকে ব্যবসার মোট অঙ্ক ২০ কোটি ডলার (প্রায় ১৭৫০ কোটি টাকা) ছাড়াবে। পাশাপাশি, সংস্থার সিইও পঙ্কজ রাণা জানান, ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা থেকে অন্ধ্রপ্রদেশে কারখানা তৈরি করা হচ্ছে ২৫০ কোটি টাকা খরচ করে। যেখানে মূলত বাতানুকূল যন্ত্র তৈরি হবে। পরের বছরের মাঝামাঝি থেকে উৎপাদন শুরু হবে সেখানে। বর্তমানে ভারতে মূলত অনলাইনে পণ্য বিক্রি করে চিনা সংস্থাটি। চলতি বছরে বিক্রি হয়েছে ৪ লক্ষ টিভি। নতুন বছর থেকে বিপণির মাধ্যমে বিক্রিতে জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে কলকাতা তথা পূর্ব-ভারতের ফুটবল প্রেমের কথা মাথায় রেখে এখানকার ইঁট-কাঠ-পাথরের বিপণিতে সংস্থার পণ্য রাখার সিদ্ধান্ত বলে জানান রাণা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)