গত মাসে দাম কমেছিল ৬.৫০ টাকা। তার পরে এ মাসেও হোটেল-রেস্তরাঁয় ব্যবহার করার এলপিজি সিলিন্ডার সস্তা হল ১০ টাকা। সূত্রের খবর, বিশ্ব বাজারে এলপিজি তৈরির উপাদানের দাম কমাই এর কারণ। তবে ডিসেম্বরেও গ্যাসের দামে সুরাহা পেলেন না সাধারণ গৃহস্থ। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তা একই রাখল। ফলে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে খরচ রইল ৮৭৯ টাকাই। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কমে হল ১৬৮৪ টাকা। রবিবার রাত পর্যন্ত খবর, ডিসেম্বরে দেশে পেট্রল ও ডিজ়েলের দামও স্থির থাকছে। বিশ্ব বাজারে অশোধিত তেল সস্তা হলেও, তার সুবিধা পৌঁছচ্ছে না মানুষের কাছে। কলকাতায় লিটারে পেট্রল থাকছে ১০৫.৪১ টাকা, ডিজ়েল ৯২.০২ টাকা।
এপ্রিলে গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তার পরে আট মাস ধরে মানুষ হাজার টাকার কাছাকাছি সিলিন্ডারের খরচ কমার আশায় দিন গুনছেন। সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, আচমকা গ্যাসের দাম বৃদ্ধির সময় তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেছিলেন, ১৫ দিন অন্তর পরিস্থিতির পর্যালোচনা করে দাম স্থির করা হবে। ইঙ্গিত ছিল, এর ফলে দাম যেমন বেড়েছে, তেমন কমতেও পারে। কিন্তু গত আট মাসে তা হয়নি।
তার উপরে তথ্য দিয়ে সূত্রের দাবি, বিশ্ব বাজারে প্রোপেন ও বুটেনের দাম ক্রমশ কমছে। এই দু’টি রান্নার গ্যাস তৈরির প্রধান উপাদান। ফলে কমানো যাচ্ছে বাণিজ্যিক সিলিন্ডার। তা হলে মানুষের স্বার্থে রান্নাঘরের জ্বালানিকে সস্তা করা হচ্ছে না কেন, উঠছে প্রশ্ন। এখন টনে প্রোপেন ও বুটেনের দাম ৪৭০-৫০০ ডলার। এপ্রিলে ছিল ৬৫০ ডলারের আশেপাশে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)