অর্থনীতির অসুখ সারাতে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ তৈরির কথা সোমবারই ঘোষণা করেছে কেন্দ্র। এ বার শিল্পের মন বুঝতে মঙ্গলবার নতুন কমিটি তৈরিরও সিদ্ধান্ত নিল মোদী সরকারের শিল্প-বাণিজ্য মন্ত্রক। তারা দেখবে, ঠিক কোথায় হোঁচট খাচ্ছে লগ্নি? শিল্পের চাকায় গতিই বা ফিরছে না কেন?
মঙ্গলবার শিল্পমহলের সমস্যার কথা জানতে বণিকসভাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন নতুন শিল্প-বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। নতুন কমিটি তৈরির কথা ঠিক হয়েছে সেখানেই।
পরের লোকসভা ভোটের পৌনে দু’বছর আগে কেন্দ্র অর্থনীতি নিয়ে কতখানি চাপে, তা টের পাওয়া গিয়েছিল গত কালই। তিন বছরে যার প্রয়োজন বোধ করেননি, মনমোহন সিংহের পথে হেঁটে সেই উপদেষ্টা পরিষদ তৈরিতে বাধ্য হয়েছেন মোদী। তারপরে এ দিন ঠিক হয় যে, বাণিজ্য মন্ত্রকের শিল্পোন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে একটি ‘রেগুলেটরি রিভিউ কমিটি’ তৈরি হবে। তাতে বণিকসভার সদস্যরাও থাকবেন।