Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কল কাটার সমস্যা খতিয়ে দেখতে বৈঠক ১ নভেম্বর

মোবাইল ফোনে কথা বলার সময়ে মাঝপথে ফোন কেটে যাওয়ার (কল ড্রপ) সমস্যা নিয়ে বহু দিন ধরেই তিতিবিরক্ত সারা দেশের মানুষ। এ বার সমস্যা খতিয়ে দেখতে ১ নভেম্বর টেলিকম সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করবেন টেলিকম মন্ত্রী মনোজ সিন্‌হা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০২:৪৪
Share: Save:

মোবাইল ফোনে কথা বলার সময়ে মাঝপথে ফোন কেটে যাওয়ার (কল ড্রপ) সমস্যা নিয়ে বহু দিন ধরেই তিতিবিরক্ত সারা দেশের মানুষ। এ বার সমস্যা খতিয়ে দেখতে ১ নভেম্বর টেলিকম সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করবেন টেলিকম মন্ত্রী মনোজ সিন্‌হা। টেলিকম সচিব জে এস দীপকের দাবি, ‘‘ইতিমধ্যেই এ নিয়ে বৈঠক করেছি। আগামী বৈঠকে অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা হবে।’’ তবে টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের সাম্প্রতিক তথ্য-পরিসংখ্যান উল্লেখ করে হালে কল ড্রপ সমস্যার কিছুটা উন্নতি হয়েছে বলেও দাবি জানান দীপক।

এর আগে এই সমস্যা মোকাবিলায় সংস্থাগুলি ১০০ দিনের একটি কর্মসূচি জমা দিয়েছিল। তাতে দেশে ৬০ হাজার টাওয়ার বসানোর কথা বলেছিল তারা। দীপক বলেন, ‘‘সেই পরিকল্পনা খতিয়ে দেখব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Call drop Cammunication Minister Telcos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE