উৎসবের মুখে আশঙ্কা বাড়িয়ে কলকাতায় এই প্রথম ১.১ লক্ষ টাকায় পৌঁছল খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট)। কর বাদে গয়নার সোনাও (১০ গ্রাম ২২ ক্যারাট) পা বাড়াচ্ছে ১.০৫ লক্ষের (১,০৪,৫৫০ টাকা) দিকে। যা উৎসবের মুখে চিন্তা বাড়িয়েছে সাধারণ ক্রেতা, গয়নার ব্যবসায়ী ও কারিগরদের। বিক্রেতাদের আশঙ্কা, এত দ্রুত চড়তে থাকা দাম গয়না বিক্রি তলানিতে নামাবে। এই সময় যেহেতু এমনিতেই খরচ বেশি হয়, তাই একান্ত বাধ্য না হলে বহু মানুষই এত দামে গয়না কেনার অবস্থায় থাকবেন না। তাতে বরাত কমায় আয় হারাবেন অনেক কারিগর।
স্বস্তি দিচ্ছে না রুপোও। রেকর্ড গড়ে কলকাতায় রুপোর বাট হয়েছে কেজিতে ১,২৫,৫৫০ টাকা। খুচরো রুপো ১০০ টাকা বেশি। কর ধরলে দু’টিই ছাড়িয়েছে ১.২৭ লক্ষ টাকা। অনেকের কাছে সোনার বিকল্প রুপো। বিভিন্ন শিল্পেও চাহিদা বিপুল। বিশেষজ্ঞদের মতে, ডলারের সাপেক্ষে টাকার দাম কমা ও বিশ্বে অস্থিরতা সোনার মতো রুপোর দাম বৃদ্ধির গতিকে কমতে দেবে না। মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর রিপোর্টে আশঙ্কা, ক’মাসে রুপোর কেজি ১.৫ লক্ষ টাকা ছুঁতে পারে।
সংশ্লিষ্ট মহলের দাবি, আমেরিকার চড়া শুল্কের নীতি বিশ্বের বাজারকে অস্থির করেছে। ফলে সুরক্ষিত লগ্নি হিসেবে সোনার কদর বেড়েছে। দায়ী সে দেশে ফের সুদ কমার ইঙ্গিতও। যা চাহিদা বাড়িয়ে দামকে ঠেলে তুলেছে। বড়বাজার বুলিয়ন অ্যান্ড জেমস অ্যান্ড জুয়েলার্সের কোষাধ্যক্ষ রবিকুমার কারেলের দাবি, ‘‘গয়নার বিক্রি ২০%-২৫% কমেছে। আশা, উৎসবের সময়েতা বাড়বে। বিশেষত যেহেতু অনেকে এখন গয়না কিনে লগ্নি করেন।’’ অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের কর্তা সমর দে-রও মত, সোনার দাম বৃদ্ধিই লগ্নি হিসেবে এর চাহিদা বাড়াচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)