দেশে তৈরি কাঁচামাল দিয়ে টেলিকম শিল্পের যন্ত্র নির্মাণের নিয়ম শিথিল করা নিয়ে আশঙ্কা প্রকাশ করল সংশ্লিষ্ট শিল্পমহল। তাদের মতে, কোনও বিধিনিষেধ ছাড়াই নিয়ম সরল করা হলে বিদেশ থেকে ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ আমদানি বাড়তে পারে। যা বৈদ্যুতিন টেলি যন্ত্র উৎপাদন শিল্পকে সঙ্কটে ফেলবে। তাই এ জন্য প্রযুক্তি সরবরাহ, ভারতে সময় বেঁধে এবং ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধির মতো শর্ত জরুরি।
সংশ্লিষ্ট মহলের মতে, সম্প্রতি ২৩,০০০ কোটি টাকার বৈদ্যুতিন যন্ত্র উৎপাদন প্রকল্প এনেছে সরকার। যার লক্ষ্যই হল ভারতে সেগুলির উৎপাদন বাড়ানো। যদিও ঠিক মতো যন্ত্রাংশ না মেলায় এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশ থেকে ৫০%-৬০% কাঁচামাল সংগ্রহের বিষয়টি সংস্থাগুলির কাছে কষ্টকর হয়ে উঠেছে। টেলিকম দফতর বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে এক মাসের মধ্যে টেলি শিল্পের বিভিন্ন সংগঠন, যন্ত্রাংশ নির্মাতা, বৈদ্যুতিন যন্ত্র পরিষেবা ও এই শিল্পের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পরামর্শ চেয়েছে তারা।
এই পরিস্থিতিতে স্থানীয় কাঁচামাল সংগ্রহের নিয়ম খতিয়ে দেখার বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন জিএক্স গোষ্ঠীর সিইও পরিতোষ প্রজাপতি। কিন্তু তাঁর দাবি, কড়াকড়ি ছাড়াই দেশের কাঁচামাল ব্যবহারের নিয়ম শিথিল হলে আমদানি বাড়বে। তাতে দেশীয় টেলি যন্ত্রাংশ শিল্পের বৃদ্ধি ধাক্কা খাবে। প্রজাপতির বক্তব্য, দেশে টেলি যন্ত্রাংশ ক্ষেত্র বহরে বাড়ছে। নিয়ম শিথিল হলে সংস্থাগুলি কিছুটা হাঁফ ছাড়ার সুযোগ পাবে। কিন্তু তা দেওয়া দরকার যেখানে দেশীয় শিল্প আরও প্রতিযোগী হয়ে ওঠার ক্ষমতা রাখে, সেই সব ক্ষেত্রেই। পাশাপাশি প্রযুক্তি সরবরাহ, ভারতে সময় বেঁধে ও ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধি, এ দেশে গবেষণা ও উন্নয়নে বিদেশি সংস্থাগুলির এগিয়ে আসার মতো শর্তও রাখা দরকার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)