কর্মী এবং অফিসারদের ডাকা ধর্মঘট বেআইনি বলে দাবি করল বিএসএনএল। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেতন কাটা ও ‘ব্রেক ইন সার্ভিসে’র মতো শাস্তির মুখে পড়তে হতে পারে ধর্মঘটীদের। যদিও কর্মী-অফিসারদের যৌথ মঞ্চ অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএলের (এইউএবি) দাবি, নোটিস দিয়ে আইন মেনেই তারা ধর্মঘট ডেকেছে।
মঙ্গলবার কর্তৃপক্ষের অভিযোগ, সংস্থার পুনরুজ্জীবনের প্রকল্প সক্রিয় ভাবে বিবেচনা করছে টেলিকম দফতর। এই অবস্থায় এমন কোনও কর্মসূচি থেকে বিরত থাকতে বহুবার তাঁরা কর্মী-অফিসারদের আর্জি জানিয়েছিলেন। যদিও এ দিন রাত পর্যন্ত এ নিয়ে নবান্নের কোনও প্রতিক্রিয়া মেলেনি।