Advertisement
০৫ মে ২০২৪

কেব্‌লের নয়া নিয়ম ঘিরে দ্বন্দ্ব বহাল

১ ফেব্রুয়ারি থেকে দেশে কেব্‌ল টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও হিটস পরিষেবায় চ্যানেলের নতুন মাসুল হার কার্যকর হওয়ার কথা।

১ ফেব্রুয়ারি থেকে দেশে কেব্‌ল টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও হিটস পরিষেবায় চ্যানেলের নতুন মাসুল হার কার্যকর হওয়ার কথা।

১ ফেব্রুয়ারি থেকে দেশে কেব্‌ল টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও হিটস পরিষেবায় চ্যানেলের নতুন মাসুল হার কার্যকর হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৬:৪৪
Share: Save:

স্থানীয় কেব্‌ল অপারেটরদের (এলসিও) দাবি, টেলিকম নিয়ন্ত্রক ট্রাই পিছিয়ে দিক কেব্‌ল টিভিতে নতুন নিয়ম চালুর সময়। ট্রাই সূত্রের খবর, দ্য নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ) এবং ইন্ডিয়ান ব্রডকাস্টার ফেডারেশনের মতো চ্যানেল সংস্থাগুলির সংগঠন এ জন্য বাড়তি সময় না দেওয়ার আর্জি জানাচ্ছে। আর বিষয়টি নিয়ে গ্রাহকদের মনে এখনও সংশয়ের মেঘ। তাঁরা চাইছেন পছন্দের টিভি চ্যানেল দেখার নতুন নিয়ম ঘিরে দ্রুত কাটুক ধোঁয়াশা।

১ ফেব্রুয়ারি থেকে দেশে কেব্‌ল টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও হিটস পরিষেবায় চ্যানেলের নতুন মাসুল হার কার্যকর হওয়ার কথা। যে নিয়মে নিজেদের পছন্দের চ্যানেল বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা। কিন্তু কেব্‌ল অপারেটর, মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) ও গ্রাহকদের একাংশের দাবি, এখনও সবটা স্পষ্ট নয়। এলসিওদের অভিযোগ, এতে ব্যবসা থেকে আয় ভাগের সূত্র মানলে রোজগার কমবে। ফলে তা সংশোধন না-হওয়া পর্যন্ত বিধি চালুর সময় পিছনো হোক। যদিও ট্রাই সূত্রের দাবি, এই আয় ভাগের হিসেব নতুন নয়, ছ’বছর আগের। তখনই বলা হয়েছিল তা স্থির হবে এমএসও-এলসিওদের মধ্যে আলোচনার মাধ্যমে চুক্তির ভিত্তিতে। সেটা না করলে সাধারণ চুক্তি অনুযায়ী, এমএসওরা ৫৫% ও এলসিওরা ৪৫% পাবেন। কিন্তু সেই নিয়ম ঠিক মতো মানা হয়নি। এ বার শুধু গ্রাহকদের চ্যানেল বাছার অধিকার ও সেগুলির সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার এনবিএর প্রেসিডেন্ট রজত শর্মার দাবি, তাঁরা সব মাসুল হার ঘোষণা করেছেন। গ্রাহক সচেতনতা বাড়াতে চ্যানেলে প্রচার চলছে।

ট্রাই সূত্রেরও দাবি, এখনও সময়সীমা পাল্টায়নি। পছন্দের চ্যানেলের তালিকা জমার সংখ্যাও বাড়ছে। প্রায় ২.৭ কোটি গ্রাহক ট্রাইয়ের পোর্টাল দেখেছেন। ফলে নির্দিষ্ট সময়ে সব গ্রাহকই তালিকা জমা দেবেন বলে আশা তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cable Television TRI Cable TV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE