ফের ভারতের অর্থনীতির বহর ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেরি করলেন তার হাত ধরে প্রচুর কাজ তৈরির স্বপ্ন। তবে কংগ্রেসের কটাক্ষ, মোদীর অভিযোগ ছিল তারা মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিচ্ছে। অথচ তাঁরই জমানাতেই মহিলারা মঙ্গলসূত্র খুলতে বাধ্য হচ্ছেন। কারণ, সোনা বন্ধক রেখে ঋণ নিতে হচ্ছে তাঁদের।
এর আগে ২০১৪-র লোকসভা ভোটের আগে বছরে ২ কোটি কাজ তৈরির স্বপ্নফেরি করেছিলেন মোদী। তবে তাঁর সরকারের ওই প্রথম দফাতেই ৪৫ বছরের সর্বোচ্চ বেকারত্ব দেখেছিল দেশ। পরের ভোটে বার্তা ছিল দেশকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি করে তোলার। আজ বাজেট পরবর্তী বৈঠকে মোদীর বক্তব্য, সরকার কাজ তৈরি করতে এক দশকে তিন কোটি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে। গড়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বার অর্থনীতি, কর্মসংস্থান ও আর্থিক বৃদ্ধিতে গতি আসার মতো ক্ষেত্রে লগ্নি করুক সব পক্ষ। আইএমএফের রিপোর্ট তুলে তাঁর দাবি, ২০১৫-২০২৫ সালে ভারতের অর্থনীতির বহর ৬৬% বেড়ে হয়েছে ৩.৮ লক্ষ কোটি ডলার। ৫ লক্ষ কোটিও হবে অচিরে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অবশ্য বহু মানুষ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন দাবি করে বলেন, ‘‘নরেন্দ্র মোদীজি, আপনি মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন। সেটা সত্যি হয়েছে। আপনার জমানাতেই তাঁরা বাধ্য হচ্ছেন সোনার গয়না বন্ধক রাখতে। প্রথমে আপনি নোট বাতিল করে ‘স্ত্রী ধন’ খোয়ানোর রাস্তা তৈরি করেছিলেন। এখন চড়া মূল্যবৃদ্ধি এবং গৃহস্থের সঞ্চয় কমায় মহিলারা তাঁদের সবচেয়ে দামি জিনিস, গয়না বন্ধক রেখে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)