বৃহস্পতিবার রিজ়ার্ভ ব্যাঙ্ক বার্ষিক রিপোর্টে জানিয়েছে, দেশে ব্যাঙ্ক প্রতারণার সঙ্গে যুক্ত টাকার পরিমাণ গত অর্থবর্ষে তার আগের বছরের চেয়ে তিন গুণ বেড়েছে। শুক্রবার ১১ বছর ধরে ভারতে ব্যাঙ্ক প্রতারণা বাড়ছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস। বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের কটাক্ষ, মোদীর সরকারের শিরায় শিরায় বইছে ‘প্রতারণা ও জালিয়াতি’।
খড়্গে আজ এক্স-এ লেখেন, মোদী সরকারের ১১ বছরে ৬,৩৬,৯৯২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা হয়েছে। যা ৪১৬% বেশি। তাঁরা অর্থ ব্যবস্থা থেকে কালো টাকা নির্মূল করার যুক্তিতে পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন। কিন্তু তার পরেও ছ’বছরে ৫০০ টাকার জাল নোট বেড়েছে ২৯১%। এ বছর তা সর্বোচ্চ। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপরে জঙ্গি হানার পরে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনাবাহিনী। তার পরেই রাজস্থানের সভায় মোদী বলেছিলেন, তাঁর শিরায় রক্ত নয়, সিঁদুর বইছে। এ দিন খড়্গের মন্তব্য, ‘‘মোদীজি, জানি না আপনার
শিরায় কী দৌড়োচ্ছে। তবে নিশ্চিত যে, আপনার সরকারের শিরায় শিরায়
রয়েছে প্রতারণা ও জালিয়াতি।’’
উল্লেখ্য, রিপোর্টে আরবিআই বলেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১২২টি প্রতারণার পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে এমন ঘটনায় জড়িত টাকার অঙ্ক ২০২৩-২৪ সালের ১২,২৩০ কোটি থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৩৬,০১৪ কোটি টাকায় পৌঁছেছে। বেসরকারি ব্যাঙ্কে তা বেশি হয়েছে কার্ড এবং নেট লেনদেনে আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঋণ জালিয়াতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)