এক দিকে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি। অন্য দিকে নতুন আশায় বুক বেঁধে ভারতের বাজারে ফের বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ফিরে আসা। এই দুই ঘটনার হাত ধরে মঙ্গলবারও উঠল শেয়ার বাজার। এবং এই নিয়ে টানা আট দিন। এ দিন অবশ্য লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলার হিড়িকে দিনের শেষে মাত্র ৭৪.১৬ পয়েন্ট এগিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সকে। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ২৭,৮০৪.৩৭ অঙ্কে। তবে গত আট দিনে সাকুল্যে সূচকটির উত্থান চোখে পড়ার মতো, ১,৪৩৩ পয়েন্ট। পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত টানা এতদিন ধরে তাকে উঠতে দেখা যায়নি। মঙ্গলবার আর এক সূচক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ২৮.৪৫ বেড়ে থিতু হয়েছে ৮,৩৮১.৫৫ অঙ্কে।
বিশেষজ্ঞেরা বলছেন, ঘাটতি বর্ষার পূর্বাভাস না-মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাজার। মূলত তার জেরেই এই উত্থান। কারণ, এখনও পর্যন্ত বর্ষা যে ভাবে এগোচ্ছে, তাতে অর্থনীতির হাল ফেরা নিয়ে আশাবাদী লগ্নিকারীরা। সে ক্ষেত্রে তাঁরা মনে করছেন, এ রকম ভাবে চললে মূল্যবৃদ্ধির সমস্যা মাথাচাড়া দেওয়ার আশঙ্কা কমবে। তখন আরও এক দফা সুদ কমানোর পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে আশায় বুক বেঁধে ফের শেয়ার বাজারে টাকা ঢালা শুরু হয়েছে তাঁদের। তবে বিশেষজ্ঞদের মতে সূচকের উত্থানে ইন্ধন জুগিয়েছে আরও দু’একটি বিষয়। সেগুলি হল—
• অর্থমন্ত্রী অরুণ জেটলির মার্কিন সফর। বিদেশি লগ্নিকারীদের সামনে ভারতের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তাঁর এই লগ্নি টানার প্রচেষ্টা প্রত্যাশা বাড়িয়েছে। এই ঘটনা বিশেষ করে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে ফের ভারতের বাজারে শেয়ার কেনায় উৎসাহী করে তুলেছে। সোমবার যে-কারণে তাদের শেয়ার কেনার অঙ্ক ছিল ৬৫১.৩১ কোটি টাকা।
• গ্রিসে আর্থিক সঙ্কট কাটার ইঙ্গিত। শেষ পর্যন্ত ঋণদাতাদের সঙ্গে রফায় এসে ইউরোপীয় ইউনিয়নের কাছে তারা আর্থিক সংস্কারের প্রস্তাব জমা দিয়েছে। যার জেরে এ দিন উপরের দিকে মুখ তুলেছে এশিয়ায় চিন, জাপান, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শেয়ার বাজার। বেড়েছে ইউরোপের বিভিন্ন সূচকও।
পরিসংখ্যান জানাচ্ছে, এ সবের প্রভাবে সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে ১৯টির দরই মঙ্গলবার বেড়েছে। উল্লেখযোগ্য উত্থানের তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া (৩.৮৫%), সিপলা (২.৭০%), লার্সেন (১.৯৬%), মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা (১.৯১%), এনটিপিসি (১.৫০%), আইটিসি (১.৩৭%), এইচডিএফসি (১.২৮%) ও ভারতী এয়ারটেল (১.২৫%)।