জিএসটি কমায় গাড়ির দাম কমছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, ‘এই কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর’— এই সংক্রান্ত বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার রাখতে হবে প্রত্যেকটি গাড়ি বিপণিতে। এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রকাশ্যে বিরোধিতা না করলেও ডিলারদের একাংশের বক্তব্য, এমন ‘ধন্যবাদ বার্তার’ নির্দেশ নজিরবিহীন।
মঙ্গলবার ভারী শিল্প মন্ত্রক দেশের প্রতিটি গাড়ি সংস্থাকে এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, পুরনো জিএসটি ও নতুন জিএসটির হার এবং তার ফলে গাড়ির দাম কতটা কমেছে সেই তথ্য স্পষ্ট ভাবে দিতে হবে পোস্টারে। ডিলারদের সংগঠন ফাডা সরকারি ভাবে মন্তব্য করেনি। তবে খবর, গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের মাধ্যমে এই নির্দেশ পাঠানো হয়েছে। মুখ খোলেনি সিয়ামও।
একাধিক সংস্থা সূত্রে খবর, সংস্থাগুলি পোস্টারের নকশা নিজেরা তৈরি করে মন্ত্রকের কাছে পাঠাবে। সম্মতি মিললে বিপণিতে রাখা হবে। কলকাতায় টাটা মোটরসের অন্যতম ডিলার অনুরাগ চৌধুরী জানান, এ রকম কোনও নির্দেশ এখনও আসেনি। শহরে মারুতির এক ডিলারের কথায়, ‘‘সংস্থার তরফে এখনও নির্দেশ আসেনি। এলে মানতে সমস্যা নেই।’’ কিন্তু আর এক বিক্রেতার কটাক্ষপূর্ণ কথা, ‘‘প্রধানমন্ত্রীর ছবি রাখতে সমস্যা নেই। কিন্তু আমাদের যে বিরাট অঙ্কের সেস আটকে রয়েছে, তার সমাধান কেন্দ্র করুক।’’ এ দিন অবশ্য সরকারি সূত্রে খবর, গাড়ি ক্ষেত্রের সংস্থাগুলির অ্যাকাউন্টে থাকা প্রায় ২৫০০ কোটি টাকার সেসের মেয়াদ ২২ সেপ্টেম্বরের পরে শেষ হবে। পরোক্ষ কর পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল জানান, নতুন জিএসটি কার্যকর হলে পুরনো সেসের হিসাব থাকবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)