শিল্পবৃদ্ধির নিরিখে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে বাংলা— দাবি করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানালেন, এর ফলে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার বণিকসভা সিআইআই-এর এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘গত অর্থবর্ষে শিল্প ক্ষেত্রে বৃদ্ধির জাতীয় গড় ছিল ৬.২%। এই রাজ্যের ৭.৩%। যে কারণে দেশে যখন বেকারত্ব ছিল ৭.৯৩%, তখন বাংলায় মাত্র ৪.১৪%। এটাই প্রমাণ, গত ১৪ বছর ধরে বাংলা কতটা উন্নতি করেছে। উন্নয়নের শরিক সড়ক, জল, আকাশপথ-সহ বিভিন্ন পরিকাঠামো।’’ যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মন্ত্রীর কথার সঙ্গে রাজ্যের শিল্পায়নের বাস্তব ছবিটা তেমন মিলছে না। গত কয়েক বছরে বাংলায় উৎপাদনে সে রকম বড় লগ্নি কিছু নেই। ফলে এগোনোর দাবি যুক্তিসঙ্গত নয়। প্রাক্তন মুখ্যসচিব ও হিডকোর ভাইস চেয়ারম্যান হরেকৃষ্ণ দ্বিবেদী ছোট শিল্পের উন্নতি নিয়ে রাজ্যের উদ্যোগের কথা তুলে ধরেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)