Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শুল্ক যুদ্ধে ক্ষতির পাহাড় দুই প্রতিদ্বন্দ্বীর 

পরস্পরের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমে কয়েকশো কোটি ডলার ক্ষতির মুখে দুই প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং চিন। এর মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে দাবি করলেন, বাণিজ্য যুদ্ধে বরফ গলছে। ‘বড়সড়  অগ্রগতি’ না কি হয়েছে সমস্যা মেটানোর বিষয়ে। 

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০১:৪৯
Share: Save:

পরস্পরের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমে কয়েকশো কোটি ডলার ক্ষতির মুখে দুই প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং চিন। এর মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে দাবি করলেন, বাণিজ্য যুদ্ধে বরফ গলছে। ‘বড়সড় অগ্রগতি’ না কি হয়েছে সমস্যা মেটানোর বিষয়ে।

শনিবার টুইটারে ট্রাম্প বলেছেন, ‘‘শি-র সঙ্গে দীর্ঘক্ষণ ভাল কথা হল। চুক্তির বিষয়টিও এগোচ্ছে। তা সম্পূর্ণ হলে বাণিজ্যে সুসংহত চুক্তি হবে।’’

অর্থনীতিবিদদের দাবি, গত কয়েক মাস ধরে শুল্ক যুদ্ধের জেরে উভয় দেশেরই কৃষি, গাড়ি, প্রযুক্তির মতো শিল্প ক্ষতির মুখে পড়েছে। আমেরিকার বদলে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি করতে বাড়তি কড়ি গুনছে চিন। চিনে আমেরিকার কৃষি রফতানি কমেছে ৪২%। মুনাফায় টান পড়েছে মার্কিন গাড়ি বহুজাতিক জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট ক্রাইসলারের। আমেরিকার শুল্ক বৃদ্ধির জন্য ধাক্কা খেয়েছে ফোনের ব্যাটারি প্রস্তুতকারী চিনা শিল্পমহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China USA Trade War
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE