Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হলেন রবীন্দ্রনাথ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করলেন রাজ্যপাল

চলতি মাসের প্রথম সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লোকায়ুক্ত কমিটির বৈঠকে নতুন লোকায়ুক্ত হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নাম চূড়ান্ত হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২২:১১
New Lokayukta for the State of West Bengal

রাজ্যের নয়া লোকায়ুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। —ফাইল চিত্র।

রাজ্যের নতুন লোকায়ুক্ত হলেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ওই পদে নিয়োগ করেছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লোকায়ুক্ত কমিটির বৈঠকে নতুন লোকায়ুক্ত হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথের নাম চূড়ান্ত হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নেবেন আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে নিয়ম মেনে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। পরে তিনি কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘‘দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসব না।’’ বস্তুত, গত চার বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও প্রশাসনিক বৈঠকেই বসেননি শুভেন্দু। তথ‍্য কমিশনার নিয়োগ কিংবা লোকায়ুক্ত গঠন নিয়ে বিধানসভায় আয়োজিত বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন।

অন্য দিকে, রাজ্যের নতুন লোকায়ুক্ত রবীন্দ্রনাথ তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন আদালতের বিচারক হিসাবে কাজ করেছেন। কলকাতার নগর দায়রা আদালতেরও প্রধান বিচারক ছিলেন তিনি। পরে হাই কোর্টের রেজিস্ট্রার হিসাবেও দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে হাই কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন রবীন্দ্রনাথ। ২০২৩ সালে তিনি অবসরগ্রহণ করেন। সম্প্রতি রাজ্যের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ট্রাইবুনালের চেয়ারপার্সন পদের দায়িত্বভারও সামলেছেন।

Lokayukta West Bengal Governor Governor CV Ananda Bose
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy