বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জকে উপেক্ষা করেই গত এপ্রিল-জুনে ভারত ৭.৮% আর্থিক বৃদ্ধির মুখ দেখেছে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ সম্মেলনের উদ্বোধনে তাঁর বার্তা, আন্তর্জাতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের আর্থিক স্বার্থ পরিস্থিতিকে কঠিন করেছে। তবু ভারতের বৃদ্ধির হার সব প্রত্যাশা এবং পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ৫০% শুল্ক বসানোর কথা বলে এ দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃদ্ধির হারকে দেখিয়ে তারই জবাব দিলেন মোদী। দাবি করলেন, দ্রুত ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।
সেমিকনডাক্টর শিল্পে অগ্রগতির বার্তাও দিয়েছেন মোদী। জানিয়েছেন, দেশে ১৮০০ কোটি ডলারের (প্রায় ১,৫৮,৬৭০ কোটি টাকা) বেশি অঙ্কের ১০টি চিপ প্রকল্প চালু। পরের ধাপের পরিকল্পনাও তৈরি। আন্তর্জাতিক চিপ বাজারে দখল বাড়াতে তার নকশায় আর্থিক উৎসাহ দেওয়ার প্রকল্প ফিরিয়ে আনছেন। তাঁর দাবি, ভারতে তৈরি সবচেয়ে ছোট চিপ বিশ্বে সবচেয়ে বড় বদল আনবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)