Advertisement
০১ মে ২০২৪
অভিযোগ, হাত মিলিয়ে ব্যবসার ভিত নড়ানোর চেষ্টার

মিস্ত্রির সঙ্গে ওয়াদিয়াকেও এ বার সরাতে চায় টাটারা

টাটা বনাম সাইরাস মিস্ত্রির লড়াইয়ে এ বার জড়াল নুসলি ওয়াদিয়ার নামও। বিভিন্ন সূত্রে খবর যে টাটারা মনে করছে, ওয়াদিয়া গোষ্ঠীর কর্ণধার নুসলি ওয়াদিয়ার সঙ্গে হাত মিলিয়ে টাটা গোষ্ঠীর ভিত নড়িয়ে দিতে চাইছেন মিস্ত্রি। পরিস্থিতির মোকাবিলায় পুরোদস্তুর যুদ্ধং দেহি মেজাজে টাটারা।

শুক্রবার ওয়াদিয়া এবং মিস্ত্রি। বম্বে হাউসে।    —পিটিআই

শুক্রবার ওয়াদিয়া এবং মিস্ত্রি। বম্বে হাউসে। —পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ০৩:৩৫
Share: Save:

টাটা বনাম সাইরাস মিস্ত্রির লড়াইয়ে এ বার জড়াল নুসলি ওয়াদিয়ার নামও।

বিভিন্ন সূত্রে খবর যে টাটারা মনে করছে, ওয়াদিয়া গোষ্ঠীর কর্ণধার নুসলি ওয়াদিয়ার সঙ্গে হাত মিলিয়ে টাটা গোষ্ঠীর ভিত নড়িয়ে দিতে চাইছেন মিস্ত্রি। পরিস্থিতির মোকাবিলায় পুরোদস্তুর যুদ্ধং দেহি মেজাজে টাটারা। টাটা সন্স এবং টিসিএসের পরে অন্য টাটা-সংস্থাগুলির পদ থেকে মিস্ত্রিকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে চাইছে তারা। এ জন্য তড়িঘড়ি বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে ইন্ডিয়ান হোটেলস, টাটা কেমিক্যালস, টাটা স্টিল এবং টাটা মোটরসে। একাধিক টাটা সংস্থার অধিকাংশ স্বাধীন ডিরেক্টর অবশ্য মিস্ত্রির সঙ্গেই। একই সঙ্গে, টাটা স্টিল, টাটা মোটরস এবং টাটা কেমিক্যালসের পরিচালন পর্ষদ থেকে ওয়াদিয়াকে সরাতেও এ বার কোমর বেঁধে নেমেছে টাটারা।

এরই মধ্যে এ দিন আবার টাটা কেমিক্যালসের পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ভাস্কর ভাট। টাটাদের আর এক সংস্থা টাইটানের কর্ণধার ভাটের দাবি, টাটা কেমিক্যালসের সামনে এই মুহূর্তে যে সমস্ত ঝুঁকি ও চিন্তার কারণ রয়েছে, বোর্ডের বৈঠকে সেগুলি তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু মিস্ত্রির পাশে দাঁড়িয়ে স্বাধীন ডিরেক্টরদের দেওয়া বয়ানে সেই উদ্বেগ কোথাও সে ভাবে প্রতিফলিত হয়নি। অথচ টাটা সন্সের পর্ষদ মিস্ত্রির উপর আস্থা হারানোর পরে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবারই টাটা কেমিক্যালসের স্বাধীন ডিরেক্টরদের পাশে পান মিস্ত্রি। এঁদের মধ্যেই রয়েছেন নুসলি ওয়াদিয়া। ইন্ডিয়ান হোটেলসের চেয়ারম্যান হিসেবেও ৪ নভেম্বর মিস্ত্রির উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছিলেন ওই সংস্থার স্বাধীন ডিরেক্টররা।

পার্সি ব্যবসায়ী পরিবারের সন্তান ওয়াদিয়ার সঙ্গে টাটাদের সম্পর্ক দীর্ঘ দিনের। তাঁর ওয়াদিয়া গোষ্ঠীর হাতে রয়েছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, বম্বে ডাইং, গো-এয়ারের মতো সংস্থা। কয়েক দশক ধরে টাটাদের বিভিন্ন প্রধান সংস্থার (টাটা স্টিল, টাটা মোটরস, টাটা কেমিক্যালস) পর্ষদে আছেন তিনি। কিন্তু এই ঘনিষ্ঠতার ছবি বদলে গিয়েছে তিনি মিস্ত্রির পাশে দাঁড়ানোর পরে।

গতকালই বিবৃতিতে টাটাদের অভিযোগ ছিল, স্বাধীন ডিরেক্টরদের ‘ব্যবহার করে’ ইন্ডিয়ান হোটেলসের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন মিস্ত্রি। এ দিন আরও এক ধাপ এগিয়ে তাদের দাবি, ওয়াদিয়ার সঙ্গে হাত মিলিয়ে টাটা সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

টাটা সন্সের শীর্ষ পদ থেকে সরার পরেও গোষ্ঠীর বেশ কিছু সংস্থার (টাটা স্টিল, টাটা মোটরস, ইন্ডিয়ান হোটেলস, টাটা কেমিক্যালস ইত্যাদি) মাথায় ছিলেন মিস্ত্রি। এর মধ্যে গতকালই টিসিএসের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে তাঁকে। এ বার বাকি সংস্থাগুলির শীর্ষ পদ থেকেও তাঁর দ্রুত বিদায়ের রাস্তা প্রশস্ত করতে চাইছে টাটারা।

তবে টিসিএস থেকে যে ভাবে মিস্ত্রিকে সরানো হয়েছে বাকি সংস্থা-গুলিতেও অত সহজে তা করা সম্ভব কি না, সে বিষয়ে খুব নিশ্চিত নয় শিল্পমহল।

প্রথমত, টিসিএসে টাটা সন্সের অংশীদারি ৭৩.২৬%। কিন্তু টাটা কেমিক্যালসে তাদের শেয়ার ১৯.৩৫%, টাটা মোটরসে ২৬.৫১%, ইন্ডিয়ান হোটেলসে ২৮.০১%। দ্বিতীয়ত, শোনা যাচ্ছে, মিস্ত্রি যে ভাবে খরচ কমিয়ে ও কিছু ব্যবসা বেচে টাটাদের সংস্থাগুলিকে আরও লাভজনক করার চেষ্টা করছিলেন, তা সমর্থন পাচ্ছিল গোষ্ঠীতে অংশীদারি থাকা বিভিন্ন আর্থিক সংস্থার। ফলে তাদের মতামত অগ্রাহ্য করা টাটাদের পক্ষে কঠিন। তৃতীয়ত, ইতিমধ্যেই ইন্ডিয়ান হোটেলস ও টাটা কেমিক্যালসে মিস্ত্রির পাশে দাঁড়িয়েছেন তাদের স্বাধীন ডিরেক্টররা। তাঁদের মত উড়িয়ে দেওয়াও টাটাদের ভাবমূর্তির পক্ষে ভাল হবে না।

অথচ টাটারা যেহেতু মনে করছে যে, মিস্ত্রি টাটা গোষ্ঠীর ব্যবসার ভিত নড়িয়ে দিতে চান, তাই যে কোনও মূল্যে তারা তাঁকে সংস্থাগুলি থেকে দ্রুত সরাতে চাইবে বলে ধারণা কর্পোরেট কর্তাদের। ফলে সব মিলিয়ে দু’পক্ষের লড়াই দীর্ঘ ও তেতো হওয়ার সম্ভাবনা। তা গড়াতে পারে আদালতের দরজায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Steel Cyrus Mistry Nusli Wadia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE