শর্তসাপেক্ষে সরকারি কর্মীর অবিবাহিতা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যাও পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী। বুধবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।
নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট সরকারি কর্মীর স্ত্রী অথবা স্বামী বা পুত্র সন্তান না থাকলে তবেই তাঁর কন্যা পেনশন পেতে পারেন। এ জন্য কর্মী বেঁচে থাকার সময়ে অবিবাহিত বা বিধবা কন্যাকে তাঁর উপরে আর্থিক দিক থেকে নির্ভরশীল থাকতে হবে। মেয়ের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কর্মী বেঁচে থাকার সময়ে তা ঘটতে হবে এবং কন্যাকে বাবা-মায়ের উপরে নির্ভরশীল থাকতে হবে। বিচ্ছেদের মামলা শুরু হলেও মেয়ে পেনশনের যোগ্য বলে বিবেচিত হবেন। আবার সরকারি কর্মী জীবিত থাকার সময়ে যদি মেয়ের স্বামী মারা যান অর্থাৎ তিনি বিধবা হন, সে ক্ষেত্রেও কন্যা পেনশন পাওয়ার যোগ্য।
তবে কিছু ক্ষেত্রে কন্যা পেনশন পাওয়ার যোগ্য হবেন না। এই সব শর্তের মধ্যে রয়েছে অবিবাহিত কন্যা যদি বিয়ে করেন। বিধবা বা বিবাহ বিচ্ছেদ হলে আবার বিয়ে না করা পর্যন্ত পেনশন মিলবে। তিনি যদি ফের বিয়ে করেন, তা হলে পেনশন পাবেন না। অবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যা রোজগার করতে শুরু করলেও মিলবে না পেনশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)